সম্প্রতি টিউশন ফির ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সড়ক অবরোধ করে মহাখালী-বনানী অচল করে দেয়।বাংলাদেশের পুলিশরা আর কবে শিখবেন যে অন্তত বাচ্চাদের সঙ্গে নিষ্ঠুরতা দেখালে তা আইন বা কোন অজুহাত দিয়ে জাস্টিফাই করা যায়না। রোমান পোলানস্কি বা মাইকেল জ্যাকসনের মত তারকারা শিশু নিপীড়নের দায় এড়াতে পারেনি। তাই পুলিশের ঘাড়ে এই দায় পড়বেই।
এই দায় আরো নিতে হবে ব ...