গত ৩০জুন ৩০ তম বিসিএস পরীক্ষার পর থেকে পরীক্ষার্থীদের মনে শুধু ক্ষোভ আর ক্ষোভ। এই ক্ষোভ প্রশ্ন কঠিন হওয়ার জন্য নয়, প্রশ্ন ভুল আর সঠিক উত্তর না থাকার জন্য। এর ফাঁদে পড়ে কেউ লাভবান হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যাদের জন্য এ ভুল– তারা বহাল তবিয়তে থাকবে। সভ্য দেশ হলে এ অমার্জনীয় ভুল স্বীকার করে পিএসসির সবাইকে পদত্যাগ করতে হত এবং করত। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা ব ...