আমাদের প্রধান বইমেলা একুশে বইমেলা। যেটা বাঙলা একাডেমীতে হয় ফেব্রুয়ারী মাসে।
বিএনপি সরকার আরেকটা বইমেলা ধরায়ে দিছে, ঢাকা বইমেলা। কিন্তু শুধু ডিসেম্বর মাসে হয় বলেই সেটা ফ্লপ যায়। কারণ লেখক প্রকাশক পাঠক ক্রেতা সবাই একুশে বইমেলার জন্যই নতুন রূপে সাজে। ঠিক তার আগে আগে ঢাকা বইমেলা তাই কখনোই জমে নাই। অনেকবছর ধরেই তাই দাবী ছিলো বছরের মাঝামাঝি সময়ে একটা বইমেলা আয়োজনের।
অপরদিকে ...