বুদ্ধদেব, তোমার ব্রাম্মণ মনের কাছে
হেরেছে কি আমার শুদ্রমন?
শুধু আমি নই, জানতে চায়
তোমার আমার জন্ম না নেয়া সেই শিশুটিও।
আমরা জানতে চাই,বুদ্ধদেব
তুমি ভালো আছো তো?
অনিন্দিতার স্বামী হয়ে?
তোমার বাবা, মা, বোনের চোখে
খুশির ঝিলিক দেখে?
তোমার ভাই এর সেই গর্বিত ভংগী দেখে?
তোমার মামার সেই ভয় কাটাতে পেরে?
কোনো নমশুদ্র তোমাকে জয় করতে পারেনি
এই অহংকার কি তোমার জন্মদাত্রীকে
সুখ দিতে পেরেছে?
...