বাংলা আমাদের মুখের ভাষা। লেখার ভাষা। এই ভাষার শ্রী বাড়ানোর কাজে লেখক কবি গবেষকেরা বিস্তর অবদান রেখেছেন। তবে সব দিক দিয়ে একটি ভাষার যেভাবে এগোনো প্রয়োজন বাংলা ভাষা সেইদিকে এগিয়ে গেলেও কয়েক জায়গায় গলদ রয়ে গেছে। বিজ্ঞানশিক্ষা থেকে শুরু করে অন্যান্য শিক্ষায় ও গবেষণায় বাংলা ভাষার ব্যবহার এখনো কম। স্নাতক পর্যায়ে শিক্ষায় এদেশে ইংরেজি ভাষার উপর নির্ভরতা বেশি। বাংলায় অনুবাদ সাহি ...