অনিন্দিতা, তোমার জন্য কবিতা
একটা কবিতা, একদম বুকের ভেতর থেকে
রক্ত দিয়ে লেখা।
জমাট বাঁধা কষ্ট আর একবুক হতাশা দিয়ে
এক একটি পংক্তি আমার।
তুমি ধন্য, তুমি অনন্যা
কারন শুধু একটাই
বুদ্ধদেবের চোখে তুমি বিশুদ্ধ রক্ত
কারন তুমি আমার মতো
সংকর সন্তান জন্ম দেবে না,
আর তোমাকে নিজের ভ্রণকে
হত্যা করতে হবে না,
বুদ্ধদেব কে সুখী করার জন্য।
তোমাকে পংগু হয়ে সিটি হসপিটালের বেডে
একবুক যন্ত্রণা নি ...