অল ইউ নিড ইজ লাভ ... ইনভার্টেড কমার ভিতরে থাকার মতো একটা কথা হলেও, নিন্মোক্ত কবিতা-প্রকল্পের সাথে সম্পর্কহীন। যতিচিহ্ণ বসিয়ে নেবেন।
অল ইউ নিড ইজ লাভ জন লেননের লেখা গান।
এই গানের ভিডিও ৪০০ মিলিয়ন লোক দেখেছেন।
মোট ২৬ টি দেশে।
১৯৬৭ সালে এটা টিভিতে প্রচারিত হয়।
উইকিপিডিয়ায় বিস্তারিত পাওয়া যাবে।
আশা করছি এই অপ্রাসঙ্গিক নোটটির কারণ আপনাদের বোধগম্য ।
মার্জনা করবেন। মার্জনা শব্দটিও ...