অপরিচয়ের দূরত্ব খুঁজে ফেরার গাঢ়তা স্পর্শ করতে চেয়েছি
ঠিকানার শেষ শব্দে থমকে গেলে গৃহস্থ মানুষ ঠিক কোন্ শূন্যতার
খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে ?
কখন সে বুঝতে পারে তারও আছে অখণ্ড বাতাস, নির্বিরোধ আলো
এমনকি নিজস্ব অন্ধকারের উপর জন্মগত অধিকার ?
এমন এক নিসর্গ যা সে গর্ভস্থ ভ্রূণের জন্য রেখে যেতে পারে,
এমন এক কৃতার্থ-ঋণ, স্বপ্নাহত মানুষের হাসির দামে যা স্পন্দিত হয়
মুনির তপন জুয়েল একদিনে এই তিন খুনে স্তব্ধ হয়ে যায় পুরো সিলেট। সবার চোখে যেন আবার ভেসে উঠে শিবিরের পূর্বসুরি আলবদর রাজাকারদের একাত্তরের নৃশংসতার কথা। অন্যদিকে ট্রিপল মার্ডারের মাধ্যমে শিবির সিলেট নগরীতে আতন্ক ছড়ালেও খুনীরা ঠিকই পালিয়ে যায়। পালিয়ে যায় না বলে বলা উচিৎ তৎকালীন স্বৈরাচার সরকার খুনীদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করে। দেশে তখন স্বৈরাচার বিরোধী তুমুল আন্দোলন চল ...