কেমন করে সইবো সখি কেমন করে বল, অবাক হয়ে চেয়ে দেখি, বৃষ্টির চোখে জল।।
হৃদয় আমার কাঁদে সখি প্রানটা আমার পুড়ে কষ্ট নামের মেঘ জমেছে আমার আকাশ জুড়ে।।
চোখের জলে ভিজে সখি পদ্ম ফুলের পাতা মন আকাশে মেঘ জমেছে আঁধার নিরবতা।।