মহামন্য ধুগো দা'র সেই জ্বীনের গল্প পড়ে মনে হলো আমাদের পুকুরের আর কড়ই গাছের তেনাদের আর পরীদের নিয়ে কিছু লেখা দরকার। ছোটবেলা থেকেই এই পুকুর আর কড়ই গাছ আমাকে খুব টানতো। মনে হতো যেন রহস্যে ঘেরা, দেখলেই গা ছমছম করা একটা অনুভুতি কাজ করতো। বাবার চাকরীর সুবাদে আমার শৈশব কেটেছে বিভিন্ন মফস্বল শহরে। বাবা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতেন সরকারী কোয়ার্টার না পাওয়া পর্যন্ত আমরা হয় কি ...