(একটাই দুঃখ, সাথে একটা ভালো ক্যামেরা ছিলোনা। সেই ২০০৫ সালে কেনা একটা Samsung i5 অটো দিয়েই ছবি তুলেছি। ক্যামেরাটা তার উপর নষ্ট ছিলো, ভালো ছবি উঠছিলোনা। আফসোস।)
রাতে গেলাম স্লিপিং লাউঞ্জে। সকাল ৮টা পর্যন্ত ৪০ ডলার। ছোট্ট একটা হার্ডবোর্ডের পার্টিশন দেওয়া খুপরী। দুটো গণ বেসিন, দুটো গণ শৌচাগার এবং দুটো গণ শাওয়ার। শাওয়ারে কোনও দরজা নেই। পর্দা আছে যা না থাকার মত, সব কিছুই বাইরে থেকে দেখা যায়। হঠাৎ শুনি ফিসফিস স্বরে বাংলা কথা। বুঝলাম বাহার মিয়ারা হাওয়া হয়ে কোথায় লুকিয়েছে। আমিও চুপচাপ বসে থাকলাম কোন শব্দ না করে। একটু পর দরজায় নক। দরজা খুলতেই ...রাতে গেলাম স্লিপ