অবশেষে উড়ে এলো
একরাশ হাসি- প্রতীক্ষা যদি হতো
শূন্য টিনের থাল তবে
ঝনঝন শব্দ হতো নিশ্চয়ই আর
মোহর ছুঁয়ে যেভাবে মূল্য চেনে অন্ধ ফকির
সেভাবে এ মন বুঝে নিতো
--অবজ্ঞা...
কিন্তু, অপেক্ষারত একটি চিরজীবী দেবদারুর
মাটির শামুক বনবার মতোই
হৃদয় যখন কেঁদে মাটি হয়ে যায়
তখনও সেখানে ভালোবাসা কাদা হয়ে থাকে তাই
সুরাইয়া সুলতানা আপনার হাসি
একটি গন্ধ গোলাপের গোপন চারায় আমাকে আকড়ালো
বলে-
ঘুম ঘুম চ ...