Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

জন্মদিন পোস্ট

ছড়ায়িত বারতা

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ৯:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

ব্লগে ব্লগে তাহাদের বহু আনাগোনা,

ভদ্র ভাষায় চলে রম্য রচনা।

সময়েতে শুরু হয় রহস্যের আলাপ

চাঁদ-তারা অঙ্কিত বিবিধ প্রলাপ।

হয়তো আমরা ভাবি

উত্তর কী দিমু...?

আর ছাগু ধরে ছেঁচে দেয় সচলের হিমু।