ব্লগে ব্লগে তাহাদের বহু আনাগোনা,
ভদ্র ভাষায় চলে রম্য রচনা।
সময়েতে শুরু হয় রহস্যের আলাপ
চাঁদ-তারা অঙ্কিত বিবিধ প্রলাপ।
হয়তো আমরা ভাবি
উত্তর কী দিমু...?
আর ছাগু ধরে ছেঁচে দেয় সচলের হিমু।