স্বরবৃত্তে বাঁধতে পারি তোমার চুলের বেণী দিলেম না হয় চারের চালে মাত্রা একটুখানি;
আঁধার করে গড়িয়ে পড়ে তোমার চুলের ঝাড় নিলেম না হয় একটুখানি ছন্দ ভাঙার ছাড়;
তাই বলে কি কল্পনা মোর মেলবে নাকো পাখা নইলে কেন চোখ রাঙিয়ে কপট ও রাগ আঁকা ?
রোমেল চৌধুরী