[আরিফ বুলবুল]
আমরা কোনদিন ছিলাম না শিশু
কিন্তু শৈশবস্মৃতি দুরন্ত শিশুর মতো
কলকলিয়ে আমাদেরর তাড়া করে ফেরে
আমরা কোনদিন পাই নি ব্যাথা
তবু ব্যাথাতুর হৃদয়ের কান্না
বেজে চলে প্রতিক্ষণ আমাদের বুকে।
এরকম আমরা কয়েকজন;
সন্ধ্যায় সূর্যাস্তকে সামনে রেখে
দিগন্তে তৈরি করি কিছু স্বপ্নময় সিলুয়েট;
দূরবর্তী কোন জীবনের সম্ভাবনা আমাদের
উদ্দীপ্ত করে; যেমন আচ্ছন্ন করে রাখে
অতীতের ম ...