১.
'নুটু মোক্তারের সওয়াল' গল্পটা বেশ ভাবালো কিছুক্ষণ। ভাবলাম, লিখে ফেলবো নাকি একখানা কঠিন রকমের সাহিত্য সমালোচনা। লিখতে গিয়ে আবিষ্কার করলাম, তারাশঙ্কর বাবু আমাকে এখনো 'যারপরনাই মুগ্ধ' করে রেখেছেন। এ অবস্থায় ভাল সমালোচনা লেখা সম্ভব না। তার চেয়ে বরং গল্পটাই সংক্ষেপে তুলে ধরি বিজ্ঞ পাঠকদের জন্য। তারাই বিচার করবেন গল্পের ভালোমন্দ। এই মুরুখ্যু আদমভূতকে নিশ্চয়ই পাঠক দায়িত্বে অবহ ...
১.
তারাশঙ্করের উপন্যাস পড়ে আগেই মুগ্ধ হয়েছিলাম, এবার মুগ্ধ হলাম তার গল্পগুলো পড়ে।
২.
থার্ড ইয়ারের শুরুতে আমি প্রথম চিল্ড্রেন অফ বডম এর গানগুলো শুনি। অনেকদিন ধরেই পিসি তে পড়ে ছিলো গানগুলো। যে কোন কারনেই হোক, শোনা হয় নি। এনিওয়ে, গানগুলো যখন শুনলাম, বলতে দ্বিধা নেই, যারপরনাই মুগ্ধ হলাম। 'মুগ্ধ' হলাম বললে আসলে কম বলা হয়, মোটামুটি ফ্যানাটিক হয়ে গেলাম ওদের গানগুলো শুনে। এর আগে যে মেটাল ...