গোলকের অর্থনৈতিক মন্দার অশনি বাতাবরণ পশ্চিমাসমাজের স্ট্রবেরিজনতাকে হতচকিত করেছে।এর কিছু অভিঘাত আম এবং খেজুর জনতাকেও স্পর্শ করেছে।
বাণিজ্য শিক্ষার প্রতি গত প্রায় দুই দশকে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।কর্পোরেট ম্যানেজারের জীবন খুব অল্পবয়েসেই সচ্ছল জীবন।ফলে গত দুই দশকে বাংলাদেশে বেশীর ভাগ মেধাবী তরুণ অল্প মোহরের শিক্ষক,লেখক,চলচ্চিত্রকার না হয়ে ব্যাংকের ম্যানেজার হয়েছ ...