Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

মগ্ন-চেতন

স্বপ্ন শেষে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ২৯/০৮/২০১০ - ১২:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যখন আমি
মগ্ন-চেতন
শব্দে শব্দে
ফুল ফোটাতে
ফাগুন মাসে;

সবাই তখন
আমায় দেখে
আড়াল থেকে
মুখ লুকিয়ে
মুচকি হাসে।

যখন আমার
বন্ধুরা সব
তাস পেটাচ্ছে
আড্ডা দিচ্ছে
উঠছে হেসে;

আমি আপন
মুদ্রাদোষে
বিলোল নেশায়
ছন্দে ছন্দে
যাচ্ছি ভেসে।

উদাস মনে
নদীর তীরে
একলা বসে
কইছি কথা
জলের কাছে;

বন্ধুরা সব
ব্যস্ত ভীষণ
প্রমোশন আর
প্লটের বুকিং
আটকে আছে।

আসলে তুমি
বললে আমায়
লজ্জা ব্রীড়ায়
প্রেমে ...