[justify]আজকাল না চাইলেও মাঝে মাঝেই দৌড়াতে হয়। এই যে এখন রাস্তার ওপারের স্টপেজে গিয়ে বাসটা ধরতেই হবে, না হলে আর আধঘণ্টা পরের বাসটার জন্য অপেক্ষা করতে হবে। এই একটুখানি পথ দৌড়েই ক্লান্ত লাগে, অথচ একটা সময় ছিল বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতে একটু ও ক্লান্তি লাগতোনা। কত খেলেছি বরফ-পানি, ছোয়াছোয়ি, দাড়িয়াবান্ধা, বউচি কিংবা হা-ডূ-ডু। খুব সকাল কি ভরদুপুর, কি ভরা বর্ষা, কিচ্ছু আমাকে বেধে রাখতে পারতোনা। স্কু
যখন আমি
মগ্ন-চেতন
শব্দে শব্দে
ফুল ফোটাতে
ফাগুন মাসে;
সবাই তখন
আমায় দেখে
আড়াল থেকে
মুখ লুকিয়ে
মুচকি হাসে।
যখন আমার
বন্ধুরা সব
তাস পেটাচ্ছে
আড্ডা দিচ্ছে
উঠছে হেসে;
আমি আপন
মুদ্রাদোষে
বিলোল নেশায়
ছন্দে ছন্দে
যাচ্ছি ভেসে।
উদাস মনে
নদীর তীরে
একলা বসে
কইছি কথা
জলের কাছে;
বন্ধুরা সব
ব্যস্ত ভীষণ
প্রমোশন আর
প্লটের বুকিং
আটকে আছে।
আসলে তুমি
বললে আমায়
লজ্জা ব্রীড়ায়
প্রেমে ...