দূরের ঐ গাঙচিলের ওড়াওড়ি,
সুপ্ত ইচ্ছেটাকে স্বাধীনতা দেয়।
শৈশবের নির্জন দ্বীপ জেগে ওঠে,
বাতাসে লোনা ঘ্রাণের সর্প্শ পাই।
আদিনাথের পুকুরপাড়ের সরীসৃপটা
এখনো যেন ভেঙচি কাটে।
মাঝে মাঝে দু একটা ডিঙি নৌকা
অস্তিত্বের লড়াইরত।
জেলেদের অঙ্গার সৌষ্ঠব
যেন কোন ভাস্করের নির্ঘুম কর্মযজ্ঞ।
নদীর দেশে সূর্য্য হার মানে,
রক্তিম আভা এখন অন্তিম আলিঙ্গনরত।