পত্রিকার পাতায়, ফেসবুকের দেয়ালে কিংবা মানুষের মনে এখন ভিটামিন এ ব্যাপারটি নিয়ে দারুন কৌতুহল। এই সংঘাতময় রাজনীতির দিনে সবথেকে বেশী খারাপ লাগে যখন দেখি জাতীয় গুরুত্বপূর্ণ কোন ব্যাপারে মানুষ দুইভাগে ভাগ হয়ে যায়। কারো কাছে মনে হচ্ছে সরকার যা করছে তা চরমভাবে অগ্রহণযোগ্য কোন কাজ আবার একদল মনে করছে যা হচ্ছে সবই জামাতী-ছাগু কিংবা বিএনপি-র অপপ্রচার। ভিটামিন এ এর ক্ষেত্রেও তাই হল। ফেসবুকে দুইদল ভাগ হ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশু জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দেয়া ইফতার পার্টিতে বক্তব্য দিতে যেয়ে বলেছেন “অন্যায় হলে সমালোচনা করুন, অপপ্রচার গ্রহণযোগ্য নয়”। তার কথার সাথে আমরা একমত যে অপপ্রচার চালিয়ে গনতান্ত্রিক সরকারকে বিব্রত নাজেহাল করাটা একেবারেই অনুচিত। এতে দেশ শাসন করতে গিয়ে সরকারকে বেকায়দায় পড়তে হয় যা প্রকারন্তরে গনতন্ত্রকেই দূর্বল করে দেয়।
তাই অপপ্রচার নয়, স ...