যদি বিধান হয়
অদ্ভুত কোন কন্ট্রাপ্যাসোতে আমায় ভুগতে হবে আজীবন
আমি মেনে নেব
কেননা নিদারুণ খরা ও গ্রহণের সময়
আমি বলে দিতে পারিনি
কোন দিকে হেঁটে যেতে হবে
পথ খুঁজে খুঁজে কতটা হেঁটে গেলে
পাবো মনোহর মরূদ্যান কোন
চঞ্চুতে কতটুকু মেখে নিলে ভোরের শিশির
সম্পন্ন মেঘ হয়ে ঠাঁই পেতে পারি আকাশের গায়
মিথস্ক্রিয়ায় কতটুকু পারঙ্গমতা
দিতে পারে নোতুন জন্মের আশ্বাস।
যদি বিধান হয়
কোন ব্যর্থ নী ...