নীল আসমান, নীচেতে জমিন, ধরনী মা বসুন্ধরা৷ জমিনে জমিনে সোনার ফসল, বরষা ঢাকিছে খরা৷৷ গোয়ালে গরুতে, মাছেতে পানিতে খেলিছে অহর্নিশ৷ বাসা বুনিতেছে শিল্পী বাবুই, দোয়েল মাগিছে শিস৷৷ ছোট বেনী তার, লাল ফিতা দোলে, চাঁদ বরণী কন্যে৷ কবি গ...