শীতার্ত হৃদয়
(কাপুরুষ)
শীতের কাঁপনে ঝড়ছে পাতা, নেই তো ফুলের তাজ,
রুগ্ন বলে করছ হেলা, চাওনা ফিরে আজ।
বসন্ত যখন আসবে ফিরে, ভরবে পাতায় ডাল,
আসবে নিতে ফুলের সুবাস, ভুলতে মনের কাল ।
বাংলাদেশে ৭৫ থেকে ৯৬ বিএনপি জামায়াত বলয়ের সংবিধান ও ইতিহাস বিকৃতির রিরংসায় অনেক তরুণ পাঠ্যপুস্তকের অপভ্রংশ তথ্য পড়ে সংশয়াপন্ন হয়েছেন। এই পোস্টে তাদের সোচ্চার মন্তব্য প্রত্যাশা করছি।সংলাপের মাঝ দিয়ে সহমত না হলেও সমানুভূতির ক্ষেত্র তৈরী হতে পারে সেই আশাতেই এই লেখার আয়োজন।
৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের ইতিহাস জানতে পারিনি। আওয়ামীলীগের লোকজনকে বিপন্ন দেখে ...