বন্ধ চোখের পাতা,
আর পেয়না ভয়,
রাক্ষসেরা নেই,
পালিয়েছে অনেক দুরে আর বাবা আছে কাছে,
মায়াবী,
মায়াবী, মায়াবী,
মায়াবী ছেলে,
ঘুমাতে যাবার আগে,
একটু করো প্রার্থনা,
সবদিন, সবভাবে,
ভাল থেকে আরো ভালভাবে,
মায়াবী,
মায়াবী, মায়াবী,
মায়াবী ছেলে,
বাইরে সমুদ্র বয়ে চলে,
আর আমি প্রতিক্ষা কাতর,
তোমার বড় হবার অপেক্ষায়,
কিন্তু আমাদের দুজনাকেই,
ধৈর্যশীল হতে হবে আরো,
আরো লম্বা পথ দিতে হবে পাড়ি,
আর ততদি ...