ইন্টারনেটের সংবাদ মাধ্যমে পাবনার ঘটনা জানলাম, জানলাম মদ্যপ অবস্থায় নারী সহকর্মীর যৌন হয়রানীর প্রচেষ্টাকারী হাইলিবিডোম্যান শাকিলের ঘটনা, আরও কিছু কিছু। শাকিলের ঘটনা পড়ে অপ্রয়োজনীয়ভাবেই জয়নাল হাজারীর কথা মনে পড়ে গেলো। একবার তার বাসায় তল্লাসি চালিয়ে পুলিশ মদ, লোকাল-ভায়াগ্র আর রসময়গুপ্তের চটি বই উদ্ধার করেছিলো। আর পাবনার ঘটনা পড়ে এবং সচলে আমার বন্ধুদের বিশ্লেষণ আর আলোচনায় আ ...ইন্টারনেটের সংবাদ মাধ্যম