~~~~~~~~~~~~~
পড়াশোনা করতে করতে ক্লান্ত আমি। নিজেকে শুধাই, আর কত! পরভূমে একটি বছর পার করে দিয়েও এখনো মিলাতে পারছিনা। কী কী যেন করার ছিল বা কী করতে হবে, সবই ধোঁয়ার মত লাগে। এই সিমেস্টারে এক অধ্যাপক অনেক বেশি চাপ দিচ্ছেন তার কোর্সে। তার এই কোর্সে সর্বমোট ছাত্র একজন। সাধারণত এক জন ছাত্র হলে সেই কোর্স বাদ দেয়া হয়। কিন্তু ইনি বিপুল আগ্রহে আমাকে সপ্তাহে দুই দিন দেড়ঘন্টা ধরে সবক দিয়ে যাচ্ছেন। শু ...