ল্যান্ড ফোনের রিং বেশ চমকে দিলো । এই নাম্বার টা কারো জানা নেই, কেবল বিশেষ কারো জন্যেই নেয়া হয়েছিলো । তার কোন দিন ফোন আসেনি আর কোন দিন আসবে না এই বিশ্বাস টা দৃড় হয়ে দিন যত যাচ্ছে সামনের দিকে বেশ টালমাটাল আর বেশামাল দিকেই যাচ্ছে আবরার এর । মাঝে মাঝে টুক টাক রং নাম্বার বেজেছে, আজও তাই । কিন্তু এই সকালে রং নাম্বার এর যন্ত্রনা টাও বেশ ভারী লাগছে । দোষ অন্য কারো নয় আবরার নিজেই বুঝে ইদানিং ত ...