গোড়ার কথা:
এই সিরিজ এর প্রথম অধ্যায় আমরা আকাঁআঁকির সরঞ্জাম ও অ্যাকশন লাইন নিয়ে জেনেছি। আজকে জানবো কী করে একটা ক্যারেক্টারের কাঠামো দাঁড় করাতে হয়। অ্যানাটমির জটিলতা এড়িয়ে কীভাবে সঠিক ও সহজভাবে মানুষ আঁকা শুরু করা যায়। ‘অ্যাকশন লাইন’ কী জিনিস যাদের এখন পড়া হয়নি, এখানে গিয়ে দুই-চার লাইনে লেখা আছে পড়ে জেনে নিন আবার। যারা আঁকতে ভয় পাচ্ছেন যে তাদের আঁক/দাগ লাই ...