Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

অনুরাগ

স্নায়বিক ২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৩/১০/২০১০ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাপাক্রোধ আর গভীর অনুরাগে মানসিক ভারসাম্যে সংযত খুব সীমিত সময়। যার জন্য সাজানো চিত্রকলা, নিজের মত! দেখি দেহস্বপ্নভঙ্গ ! কেঁপে কেঁপে উঠে ফনিল। আমি হিসেবের আঁধারে যাই না, যত পরো ভাঙ্গিমা করো আর ঘৃণা দাও। অবস্থান, কল্পের বিপরীতে গল্প সাজাও... ভেতরে জন্মে নেয়া স-সহস্র ঘৃণা, নিজকে ধিক্কার দিয়েও এর সুরাহা হয় না। আমাকে আরো ঘৃণা দাও। চোখের বিপরিতে তুলে নাও আরেকটা চোখ। প্রদীপের আলোকে প্রত ...