কিছুদিন আগে "আনন্দবাজার' এর রবিবাসরীয়'তে শান্তনু মৈত্রের সাক্ষাত্কার প্রকাশিত হয়েছে ৷ শান্তনু মৈত্র -- "ওয়েলকাম টু সজ্জনপুর' কিম্বা "লাগে রহো মুন্নাভাই'এর সুরকার৷ তো, অন্যমনস্কভাবে স্ক্রোল করতে করতে চোখ আটকে গেল ওঁর জীবনের একটা অদ্ভুত গল্পে ৷ উনি ছোটবেলায় একবার বাড়ী থেকে পালিয়েছিলেন৷ নির্দিষ্ট কোন কারনে নয়, এমনি এমনিই , অনেকেই পালায় তাই উনিও পালিয়ে সো-ও-জা চলে গেছিলেন রাজস্থানের জয়শলমীরে৷ "সোনার কেল্লা' দেখতে নয় কিন্তু --- "রাবণহাত্তা' নামে কিম্ভুত নামের একটা বাজনা শুনতে৷ এরপর জয়শলমীরে ঘোর অন্ধকার রাত্রে এক বিখ্যাত ডাকাত, যাঁকে গ্রেপ্তার করে তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত হাতেপায়ে শেকল বাঁধা, শান্তনুকে দেড়ঘন্টা ধরে রাবণহাত্তা বাজিয়ে শোনান ৷
এই বিচিত্র নাম দেখে কৌতুহলী হয়ে ইউটিউবে খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম৷ আর শুনবার পরে আর ছাড়তে পারলাম না৷ বহু বহুবার ঘুরেফিরে শুনেছিলাম৷ খুব আফশোস যতদিন রাজস্থানের পাশেই থাকতাম, ততদিন এর নামও শুনি নি৷ এখন আমি কোথায় পাই এই যন্ত্র?
তারপর যা হয় আর কি ---- জীবন তার ক্যালাইডোস্কোপে আরও অন্য অন্য ছবি দেখাতে লাগল --- রাবণহাত্তা তার বিচিত্র নাম আর সুর নিয়ে মস্তিস্কের একদম পেছনের দিকে চুপটি করে গিয়ে বসে রইল ৷
আবার গত সপ্তাহে যখন হঠাতই একেবারে প্রায় দোরগোড়ায় দেখি সারিসারি মৃত মানুষ, বিস্ফোরণে ছিন্নভিন্ন রক্তমাংসের স্তুপ, একটানা গুলির আওয়াজ, আগুনের গোলা হয়ে ট্যাক্সির আকাশে উঠে যাওয়া ---- কি হল সেই ট্যাক্সির চালকের আত্মীয়স্বজনের? যাত্রী যদি থেকে তার বা তাদের আত্মীয়বন্ধুদের? কটকটে লাল, ম্যাটম্যাটে লাল, হালকা কমলা, আগুনে কমলা , রঙের এইসব শেডস দেখতে দেখতেই মনে পড়ল রাজস্থানের কথা৷ মরুভূমির রাজ্য বলেই হয়ত রাজস্থানীরা বড় ভালোবাসেন চকমকে রং --- লাল , কমলা, সবুজ, নীল, জরি, চুমকী , ঝলমল, জ্বলজ্বল --- আর গান, নাচ, বাজনা --- "রাবণহাত্তা'৷
মন্তব্য
আমার একটা দরকার এই জিনিস। কোথায় পাব বলতে পারেন?
তারা দিলাম ৫খানা এত ভাল একটা বিষয় জানানোর জন্য।
এইটা রাজস্থানের জয়শলমীরে পাওয়া যায় ৷ কোথাও রাজস্থানী আর্ট অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটসের প্রদর্শনী হলে সেখানে পেতে পারেন৷ নয়ত বেড়াতে চলে আসুন, কিনে নিয়ে যাবেন ৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আচ্ছা এর নাম তাহলে রাবনহাত্তা !!
আমি বহুদিন একে শুধু রাজস্থানী বাদ্যযন্ত্র বলেই চালিয়ে এসেছি। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অদ্ভুত মিষ্টি এর সুরটা।
নামটা জানানোর জন্য আপনাকে ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমিও তো!!!
"সোনার কেল্লা' দেখার সময় বা অনেক পরেও আমি নামটা জানতাম না৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অসাধারণ বললেও কম বলা হবে। ধন্যবাদ আপনাকে এমন একটি যন্ত্রের সাথে পরিচয় করে দেয়ার জন্য। সুরের পাগল আমি, এই সকালে নামাজ পড়ে রাবনহাত্তার সুর শুনে আরো পাগল হয়ে গেলাম। কতটা বিশুদ্ধ হলে রাস্তার ধারে লাইভ রেকর্ডিং এতটা ভালো হতে পারে সেটা চিন্তা করতেও ব্যর্থ হলাম। বিশ্বাস করতে কষ্ট হয় তার বাম হাতের কয়টা আঙ্গুল আর ডান হাতের মধ্যেই এত কারসাজি!
বাদকের জন্য ৫ আর আপনাকে ৫ দিলাম।
আপনে অতিথি হয়ে গেলেন কেন?
তারাই বা কেমনে দিলেন?
ল্যাপটপ ওপেন করা হয়নি। আর এখানে লগিন করতে চাইছিনা, তাহলে আগের লগিন ইনভ্যালিড হয়ে যাবে। আমি চাইছি কতদিন লগিন থাকা যায় সেটা দেখতে।
তারকা তো লিখে দিয়েছি, টিপে দেইনি
যাঁরা সত্যি সত্যিই জয়শলমীরে রাস্তার ধারে এটা বাজতে শুনেছেন তাঁরা বললেন সে এক অপূর্ব অভিজ্ঞতা ৷ বছরে একবার একটি স্থানীয় উত্সবও হয়, সেখানেও এটি বাজাতে আসেন স্থানীয় লোকশিল্পীরা৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
- দারুণ লেখাটির জন্য দন্তময়ীকে ধন্যবাদ।
যখন জয়সালমীরের নাম বলছিলেন তখনই বুঝে গিয়েছিলাম কোন জিনিষের কথা বলেন! লাইভ না শুনলেও এমনিতে শুনেছি জিনিষটা। হঠাৎ বৃষ্টিতে।
রাজস্থান নিয়ে আমার কেমন জানি একটা মোহ আছে। সোনার কেল্লার জয়সালমীর নিয়ে আরও বেশি। কিন্তু সেটা ঐ যে বললেন, তাদের রঙিন জীবন, বোহহয় সেজন্যই। রাতের বেলা জ্বালানো আগুনের পাশে গোল হয়ে বসে মরুভূমিতে উটের কাফেলা থামিয়ে কটকটা রঙের জামা পাগড়ি পরা কয়েকজন "রাবণহাত্তা' বাজাচ্ছেন।
বড় হয়ে জয়সালমীর যাবোই যাবো এনশাল্লাহ্!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু শব্দটা কি বড় হবে না বুড়া হবে?
_______________
একটি ছাগলের দুটি কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
- হৈ মিয়া। আমি এখনো কঁচিকাঁচা! আমারে বুড়া বললে কইলাম তেব্র নেন্দা জারী শুরু হয়ে যাবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"দন্তময়ী'?? নাহয় আমি একটু দাঁত ক্যালানে টাইপেরই আছি --- তাই বলে আপনি----!!! আপনাকে কখনও হাতের কাছে পেলে কেলিয়ে "অচল আধুলী' বানিয়ে দেব, হ্যাঁ৷
"হঠাত্ বৃষ্টিতে' কোথায় শুনেছেন? শুনবো, শুনবো, সেই গপ্প শুনবো৷ টিপিক্যাল ট্যুরিস্ট স্পট বাদ দিয়ে দেখলে রাজস্থান সত্যিই খুব আকর্ষণীয়৷ ট্যুরিস্ট স্পটগুলোতে কিচকিচে গিজগিজে ভীড়৷ আসলে জানাবেন, ভাল করে প্ল্যান বানিয়ে দেব৷
-----------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সত্যজিতের "সোনার কেল্লা" পড়ার পর থেকেই রাজস্থান নিয়ে এক ধরনের ফ্যান্টাসী কাজ করত... তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে (টিভি বা সিনেমাতে) রাজস্থান নিয়ে কিছু দেখালেই এই যন্ত্র খানার সুর শোনাত... অসম্ভব মিষ্টি সুর! নামটা জানা হয়নি কখনো...
নামটা জানানোর জন্য ধন্যবাদ!
_______________
একটি ছাগলের দুটি কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আপনাকেও ধন্যবাদ অভ্রনীল৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
বাজনাটা দারুণ। খোঁজ দেবার জন্য ধন্যবাদ।
ধুসর গোধূলি | শনি, ২০০৮-১২-০৬ ১৯:৫৩
- দারুণ লেখাটির জন্য দন্তময়ীকে ধন্যবাদ।
আনন্দবাজারের হাতে পড়লে আমাদের নামগুলা উলটাপালটা হয় জানি, ধূগো-র হাতে পড়েও দেখি দময়ন্তী- 'দন্তময়ী' হয়ে গেল
- আমার আক্ষরিক বিন্যাস জ্ঞান সুবিধার না তানভীর ভাই। কী করুম!
আমি যতোবারই বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জনগণের নাম লেখতে যাই তখনই দেখি কি জানি কী হয়ে যায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
স্বাভাবিক ধূ.গো.ই আমরা চাই; ভাবগম্ভীর ধূ.গো. চাইনা। (এটা কিন্তু জনগনের দাবী, প্রমাণ চাইলে বিভিন্ন পোস্ট ঘুরলেই পাওয়া যাবে)
ধন্যবাদ তানভীর৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
কি যে চমৎকার লাগলো, লেখাটা!
আচ্ছা, কেউ কি 'বং কানেকশন' সিনেমাটা দেখেছেন? ওটার সুরও কি শান্তনু মৈত্রর করা? না কি গানগুলো শান(শান্তনু) এর গাওয়া? দেখে থাকলে - সিনেমাটা কেমন? দেখিতব্য?
বং কানেকশন দেখছি। সিনেমা আমার কাছে ভালই লাগছে। সুরকার কে জানি না। কলকাতা আর হিউস্টন নিয়ে ছবি। ওইখানে একটা বাংলাদেশী চরিত্রে এক ক্যাব ড্রাইভারের রোল ছিল। ব্যাটাকে দেখি একদিন আমার পাশে এক দেশী দোকানে খাড়ায়ে আছে। আমি চিনতে চিনতেই হাওয়া হয়ে গেল।
মিউজিক নীল দত্তের।
বং কানেকশান নিয়া এইখানে খানিকটা লিখেছিলাম- হাওয়াই মিঠাই ৮।
-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
স্নিগ্ধা,
ইয়ে, তানভীর ভাল বলেছেন, কিন্তু আমার বেশ পচা লেগেছে সিনেমাটা ৷ ভাল্ না৷
মিউজিক মনে হচ্ছে "নীল দত্ত'র করা৷ "পাগলা হাওয়ায় বাদল দিনে' র পরীক্ষানীরিক্ষা বেশ লেগেছে অবশ্য ৷ "মাঝিরে' শান'এর গাওয়া৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
মিউসিকটা দারুন তো
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হ্যাঁ মুমু, মিউজিকটা সত্যিই দারুণ৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
এরকম একটা সাদামাটা যন্ত্র থেকে
এতো মিষ্টি আওয়াজ হয়?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সেইটই তো!
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আরে বাহ! মাত্র সেদিনই সত্যজিতের সোনার কেল্লা মুভিটা দেখলাম।
গুড টাইমিং, দমুদি।
-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অমা! এই বুড়োবয়সে "সোনার কেল্লা' দেখলি
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
জব্বর্জিনিশ...
নতুন মন্তব্য করুন