তিতাস নদীর ঝিকিমিকি

দময়ন্তী এর ছবি
লিখেছেন দময়ন্তী (তারিখ: শনি, ১৪/০২/২০০৯ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সামরানের গল্পের সাথে আমি মাত্র দুই বছর পরিচিত ৷ তার চেয়ে কমও হতে পারে ৷ সেই কবে যেন খুব লাজুকভাবে একটা লিঙ্ক পাঠাল ---- এখন অজস্র নেট পত্রিকা, ইন্টারনেটে চরে বেড়ানো প্রায় সকলেই কোথায়ও না কোথায়ও, কিছু না কিছু লিখেই থাকে --- আহ্লাদ করে লিঙ্কও পাঠায় ---- সেইভেবেই খুব কিছু প্রত্যাশা না করেই "কিছু একটা তো উত্তর দিতে হবে, দেখিই না' ভাবে লিঙ্কটা খুললাম, পড়লাম -- এবং আবার পড়লাম --- এবং আবার -----
সেই লেখাটা বোধহয় বার চারেক পড়েছিলাম ৷ সে লেখার নাম ছিল "তিতাস কোন নদীর নাম নয়'৷ সেই সামান্য চেনা, বেশীটাই অচেনা লোকজন, পারিপার্শ্বিক, সবই আমাকে মুগ্ধ করেছিল, মুগ্ধ করেছিল নদীর মতনই গল্পের অনায়াস বয়ে চলা ৷

ঔপনিবেশিক শাসনকালে, ঔপনিবেশিক সাহিত্য, আমাদের দেশজ সাহিত্যকে এক জোর ধাক্কা দিয়েছিল উনিশ শতকে দ্বিভাষী বাঙালী লেখকরা ইউরোপীয় নভেলের কাঠামো ও রচনারীতি আঁকড়ে ধরেছিলেন ৷ ইউরোপীয় নভেলের ভুত বাঙালী লেখকের ঘাড় এমনভাবে মটকে দিয়েছে যে, ঐ প্লট, চরিত্র, নিরপেক্ষ বর্ণনা, দর্শনের একটু মিশেল, সাহিত্যে ভূগোলের বিস্তার ও বাস্তবতার আমদানিতেই আমাদের সৃজনশীলতা প্রায় নি:শেষিত ৷ সামরানের লেখা এগুলি থেকে প্রায় মুক্ত ৷ আমাদের আখ্যানমঞ্জরী, আমাদের বর্ণনারীতির ঢিলেমি, অতিকথন, চিত্রময়তা, একই বাক্যের পুনরাবৃত্তি -- নিতান্ত দেশজ এই লক্ষণগুলি সামরানের লেখায় প্রকট ৷ এগুলিই গড়ে তুলেছে ওর নিজস্ব স্টাইল ৷ ওর লেখা পড়তে ভাললাগে, কিন্তু শেষ হলে একটা বিষণ্ণ রেশ রেখে যায় ৷

তো, সেই নদীর মত বয়ে চলা , আলোয় ছায়ায় ঝিকিমিকি ৫ খানি গল্প নিয়ে প্রকাশিত হতে চলেছে সামরানের গল্পের বই "তিতাস, কোন নদীর নাম নয়' ৷ এই নামের গল্পটি ছাড়াও আছে আরও ৪টি গল্প ৷ এখন নামগুলো লিখলাম না, আগ্রহী পাঠকের কৌতহলটুকু বজায় থাক ৷ প্রকাশিত হলে বিস্তারিত আলোচনা করা যাবে নাহয় ৷

নিজের কোন বন্ধুর বই বেরোচ্ছে শুনলেই মনটা আনন্দে একেবারে তুড়িলাফ খেতে থাকে ৷ এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ৷ উপরন্তু সেই গল্পগুলো --- যার মধ্যে এমন একটিও নেই, যেটি পড়ার পরে অন্তত ১০ মিনিট চুপ করে বসে থাকতে হয়নি --- সেইগুলি একমলাটের মধ্যে পাওয়া যাবে -----
না: মানতেই হবে পৃথিবীটা আসলে বেশ ভাল জায়গা ৷

অভিনন্দন সামরান ৷ প্রকাশককেও অনেক ধন্যবাদ গল্পগুলি একমলাটে বেঁধে দেওয়ার জন্য ৷


মন্তব্য

দৃশা এর ছবি

সামরানকে অভিনন্দন।
মাশাল্লাহ সামরান ভক্ত দময়ন্তী'দি তো অনেক রেগুলার লেখালেখি করে!
এক একটা পোস্ট দেড় মাস পর পর আসে...কত লিখা লিখে রে এই মানুষটা! শয়তানী হাসি
-------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

দময়ন্তী এর ছবি

এহেহে আজকালকার ছেলেপুলেরা বন্নপরিচয় পড়ে না! অ্যাঁ
আরে বাবা কানাকে "কানা' ও অলসকে "অলস' বলিতে নাই৷ সেই কবে বিদ্যেসাগরমশাই লিখে গেছেন এইসব ৷
-------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... আমি বইয়ের অপেক্ষা করতে করতে আজ বিকেলে হঠাৎ দেখি চোখের সামনে শ্যাজাদি নিজেই হাজির... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী এর ছবি

হ্যাঁ সকালে এয়ারপোর্টের দিকে যাবার সময় আমায় ফোন করেছিল ৷ মেয়ে তখন বেজায় খুশী ৷ দেঁতো হাসি
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি
দময়ন্তী এর ছবি

ইশশ আপনি বড় হইতে হইতে আমার আর তুড়িলাফ দেওয়ার ক্ষ্যামতা থাকবে না মনে হয়৷ গাঁটে গাঁটে বাত ধরে যাবে ৷
----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

পরিবর্তনশীল এর ছবি

অচিরেই পড়ুম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দময়ন্তী এর ছবি

ধইন্যযোগ ৷
---------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মাহবুব লীলেন এর ছবি

আমার দুঃখ একটাই
বহু বইই আমি আর প্রকাশ হবার পরে পড়তে পারি না
পড়ে ফেলি আগেই
এটাও হবে সেরকম একটা বই

দময়ন্তী এর ছবি

এই বইয়ের বেলায় আমার ক্ষেত্রেও এটা সত্যি ৷
------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কারুবাসনা এর ছবি


অসম্ভব
এটা লিলেন্দা কে বলা।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তানবীরা এর ছবি

লীলেন্দার দুঃখটা খুবই জটিল। এমন দুঃখ পেতে চায় লোকের অভাব হবে না সচলে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

সে আর বলতে
---------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।