চিত্র-লেখা ২

দময়ন্তী এর ছবি
লিখেছেন দময়ন্তী (তারিখ: রবি, ০৯/০৫/২০১০ - ৭:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে সামনের বারান্দায় কেউ আসে নি, বোধহয় বাড়িতে কেউ নেই৷ ওই বাড়িটা আসলে পর্যটকদের থাকার জন্য৷ এই অদ্ভুত নির্জন জায়গাটায়ও কিছু পর্যটক আসে মাঝেমধ্যেই৷ আর আজকাল বোধহয় নির্জন জায়গায় বেড়াতে যাওয়াটা একটা ফ্যাশানও হয়ে দাঁড়িয়েছে৷ বাড়িটা দেখাশোনা করে বাহাদুর আর ওর বউ৷ ওর বউয়ের নাম জানা যায় না৷ ওরা বাড়িটার ওইপাশে একটা আলাদা কোয়ার্টারে থাকে৷

আজ আড়াইবছর হল এখানে এসেছি, এখনও জায়গাটা তেমন নতুনমত রয়ে গেছে৷ বড় মায়াবী জায়গা, সবুজ, গাঢ় গহীন সবুজের প্রলেপ দিয়ে দিয়ে ভুলিয়ে দেয় সব ঠিকভুল হিসেব, ছোটখাট কাটাছেঁড়া, বড়সড় ক্ষত৷ কি বর্ষা, কি শীত সবুজের কোনও কমতি নেই আশেপাশে৷ আর সে যে কতরকমের সবুজ! কোন থানকাপড়ের দোকানেও অতগুলো সবুজের শেড দেখা যায় না৷ এসেছিলাম কয়েকটা জায়গা দেখে একটা বেছে নিতে, যেখান থেকে আর ফিরব না৷ তা এই জায়গাটাই একবারে পছন্দ হল, আর কোথায়ও দেখতেই গেলাম না৷

আছি তো আছি ভালই, বছরে একবার বাড়ি যাই, চেনাশোনা লোকজনের সাথে দেখা সাক্ষাত্ করে, কিছু বইপত্র কিনে ফিরে আসি৷ এখানকার ঠিকানা কেউ জানে না, তাই কেউ আসেও না৷ সৈনন্দিন প্রয়োজনের জিনিষ তো মঙ্গলবারের হাট থেকেই পাওয়া যায়৷ নামে হাট হলেও বাজারটায় বেশ শহুরে জিনিষপত্র পাওয়া যায়৷ টিভি একটা আছে বটে৷ কখনও চালাই, অনেকসময়ই চালাই না৷ ইন্টারনেটটা অবশ্য নিয়মিতই ব্যবহার করি৷ মানে যতক্ষণ সংযোগ থাকে আর কি! মুঠোফোনও আছে একখান৷ যতক্ষণ ইচ্ছে হয় ধরি, কথা বলি৷ নাহলে বন্ধ করে রেখে দিই৷ দিব্বি আছি বলাই যায়৷

************************************************

ডাক্তার দেখিয়ে আসার পর থেকে শরীর বেশ চনমনে হয়ে গেছে৷ এমনিতে কদিন ধরে খুব হাঁপ ধরছিল, আর মাঝেমধ্যে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছিল৷ একদিন বাহাদুরের বউ এসেছিল সরষের তেল নিতে, ওকে দেখে চিনতেই পারলাম না কয়েক সেকেন্ড৷ তা সে তেমন সমস্যা নয়৷ কিন্তু হাঁপ ধরাটা তেমন সুবিধের নয়৷ সকাল সন্ধ্যেয় টইটই করে বেড়ানো তো হচ্ছিলই না, বাড়ির কাজগুলো করতেও পেরে উঠছিলাম না৷ বাহাদুর আর ওর বউ অনেকবার বলেছে বাড়ির কাজকর্ম করে দেবে৷ বারবার মানা করতে দেখে শেষে ক্ষান্ত দিয়েছে৷ বোধহয় ভেবেছে খুব কিপটে৷

এখানকার ডাক্তার দেখেটেখে খুব গম্ভীর হয়ে শহরে যেতে বলল৷ নাকি আমার ওজন এত বেড়েছে যে স্রেফ সেইজন্যই দুমদাম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে৷ আমাদের ছোটবেলায় এটাকে হার্ট অ্যাটাক বলত বোধহয়৷ নাকি সেটা অন্য রোগ? কে জানে! কিন্তু শহরে গেলে ওজন কমবে কী করে? সেসব কিছু বলে না ডাক্তার, শুধু আরও গম্ভীর হয়ে বলে 'আপনার বি এম আই ৩৫৷ ক্যান য়্যু ইম্যাজিন?' আরে কি মুশকিল! কল্পনা করতে হবে কেন, আমি তো জানিই ৩৫৷ নাকি 'হাই-রিস্ক'৷ তা বেশ বাপু, তোমার রিস্ক নিয়ে তুমি থাক বসে৷ আমি নাহয় হাঁটাহাঁটিটা একটু বাড়িয়ে দেব৷

শহরে যেতে আমার ইচ্ছা হয় না৷ আমি বসে বসে জানলা দিয়ে তাকিয়ে থাকি৷ ঐ বারান্দার কোণায় দাঁড়িয়ে খুনসুটি করে বেড়াতে আসা যুবক্ যুবতী৷ ঘাসের ফাঁকে ফাঁকে খেলে বেড়ায় কটা প্রজাপতি৷ খসখস করে একটা বেজি দৌড়ে যায় ------ নিশ্চয় সাপ দেখেছে৷ জায়গাটা বেশ জঙ্গলমত হয়ে গেছে৷ থাক গে ----- সবসময় অত সাজানোগোছনো রাখারই বা কি আছে! বরং নদীর ধার থেকে ঘুরে আসি৷ এমনিতে সারাবছর নদীটা নুড়িপাথর আর ছোট ছোট মাছের সাথে লুকোচুরি খেলে৷ কিন্তু রোগামত সেই নদীটার এখন তেজ কি! মস্ত মস্ত কাঠের বোঝা হুশশ করে ভাসিয়ে নিয়ে যায়৷ কারা সব যেন জঙ্গল থেকে গাছ কেটে কেটে কাঠ চেরাই করে মস্ত মস্ত বোঝা বেঁধে ভাসিয়ে দেয়৷ নদী তাদের ভাসিয়ে নিয়ে পৌঁছে দেয় কত দূরদূরান্তের শহর গাঁয়ে৷ সেখানকার ঠিকাদারেরা নাকি জায়গামত তাদের ধরে ধরে পাড়ে তুলে নেয়, কাঠগোলায় নিয়ে যায়৷ ওরা কেমন করে চিনতে পারে যে ওটাই ওদের কাঠ? নাকি সেখানেও যার গায়ে জোর বেশী, সে খপাত্ করে দখল করে নেয়?

***********************************

আজ ওই বাড়িটা খালি বলেই বোধহয় বাহাদুররা কোথায়ও গেছে৷ সামনের দিকটা একেবারে চুপচাপ৷ আমারও আজ কোথাও বেড়োতে ইচ্ছে করছে না৷ কোথা থেকে একটা কাঠবিড়ালি এসে বারবার জানালাটায় ঠোকাঠুকি করছে৷ভেতরে ঢোকার ইচ্ছা৷ উঠে খুলে দিলেও হয় ----- ধুস ইচ্ছে করছে না, থাকগে৷ আজকে আর রান্নাবান্না করে কাজ নেই, স্যুপ করে নেব৷ ঘরদোরও অত রোজরোজ সাফ করার কিছু নেই৷

সকাল হয়ে গেছে কি? কিচ্ছু বুঝতে পারছি না ঠিক করে৷ মাথাটা কেমন ভার হয়ে আছে আর চোখটা ঝাপসামত৷ কাল রাতে ঘুমের মধ্যে আচমকা মারাত্মক বুকেপিঠে ব্যথা শুরু হয়েছিল৷ তারপর কি ব্যথাটা কমে গেল, আমি ঘুমিয়ে পড়লাম? নাকি অজ্ঞান হয়ে গেছিলাম? ব্যথাটা এখন নেই মনে হচ্ছে ----- দেখি পাশ ফিরে উঠি ---- এ: পা টা এত ভারী লাগছে কেন?! কোমর, হাত সবই এমন প্রচন্ড ভারী হয়ে গেল কী করে? একটুও নাড়াতে পারছি না যে ------ পাশ ফিরতেও -পারছি না ----- দম লাগাকে -- হেঁইয়ো --- জোর লাগাকে --- হেঁইয়ো ----- কেমন একটা হালকা দুর্গন্ধ লাগছে নাকে ---- বর্জ্যের গন্ধ ---- জানলাটাও কেমন ঝাপসামত ----- মুঠোফোনটা বেজে ওঠে ---- 'ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে-এ-এ' -- ডানপাশে পড়ে আছে ফোনটা --- আমি হাত বাড়িয়ে ফোনটা ধরতে চাই -----হাত ওঠে না ----- ফোন বেজে যায় ---- আওয়াজ বেড়ে বেড়ে তারস্বরে বাজছে এখন ----- একবার , দুবার ---- পাঁচবার ------ হাত এগোয় না, এগোতে পারে না৷

**************************************************

ছবি : সৌজন্য: দ্বৈপায়ন বসু

বাহাদুর আর ওর বউয়ের আজ অনেক কাজ৷ বাড়িটা, তার চারপাশের বাগানটুকু পরিস্কার করতে হবে৷বারান্দায় কাঠবিড়ালি, পাখি, ইঁদুরে যথেচ্ছ নোংরা করেছে৷ এক সপ্তাহ বুকিং ছিল না, তাই ওরা একটু নিজেদের গ্রাম থেকে ঘুরে এলো৷ কালকেই আবার একটা পরিবার আসবে, আজকের মধ্যেই সবটা সাফ করতে হবে৷ বউ বাগানের এদিকে এসে কেমন একটা গন্ধ পায়, পচামত গন্ধ, খুব হালকা৷ ভাবে নিশ্চয় কুকুর, বেড়াল, হনুমানে নোংরা করে গেছে৷ তীক্ষ্ণচোখে এদিক ওদিক তাকায়, কিছু চোখে পড়ে না৷ একটু এগিয়ে আসে, পাশের বাড়ির দিকে৷ জানলাটা বন্ধ৷ গন্ধটা একটু বেড়ে যায় ----- বউটা অবাক হয়ে আরও একটু এগোয় ----- গন্ধ আরও বাড়ে --- আর তক্ষুণি ওকে চমকে দিয়ে জানলার ওপার থেকে বাজতে শুরু করে 'ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে-এ-এ' ------ অনেকক্ষণ ধরে বেজে বেজে থেমে যায় ---- বউটা যত এগোয় গন্ধ তত বাড়ে৷ হঠাত্ ওর চোখ যায় জানলার নীচের দিকে, একটুখানি ফাঁক আছে, সেখান দিয়ে লাইন ,করে ঢুকে যাচ্ছে পিঁপড়ের সারি ---- পাশ দিয়ে এমনি দু'একটা পোকামাকড়ও ------- 'ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে-এ-এ' ---- আবার বাজে ------ আবার থামে ----- আবার বাজে৷


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।
শান্ত, নির্জন বাড়িটা চোখের সামনে দেখতে পাচ্ছি।
কিন্তু... চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দময়ন্তী এর ছবি

আরে আরে! আপনি আছেন কেমন? আপনাকে তো মাসের পর,মাসের পর, মাসের পর, মাসের পর মাস দেখিনা৷

ধন্যবাদ৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

কী সুন্দর বর্ণনা!

গল্প নয়, তাহলে কী? কে অমন আকুল হয়ে ফোন করছিল? রহস্য!!

-লাবণ্য-

দময়ন্তী এর ছবি

ধন্যবাদ লাবণ্য৷

রহস্য ঠিক নয়, যা বলতে চেয়েছিলাম, ঠিকভাবে বলা হয় নি আর কি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি

- পারতে হিমু আপনেরে গালফোলাদি ডাকে? আপনারে তো বেলুনদি ডাকা উচিৎ! দেঁতো হাসি

আমার কাছে দারুণ বুদ্ধি আছে, নিবেন? বেশি না। এক মাসের মধ্যে আমার মতো মেদহীন, ঈর্ষনীয় ঐশ্বরিয়া রাই ফিগারের গর্বিত মালিক হবেন। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

গালফোলাদি গো! ধুগো কিছু ভুল বলেনি। সে আসলেই দেখতে ঐশ্বরিয়ার মতোন!

দময়ন্তী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
এই খবরটা জানানোর জন্য আমার কাছে দুটো গরম পান্তুয়া পাওনা হল আপনার৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি
দময়ন্তী এর ছবি

এইরে! এই 'আমি' তো আমি নয়৷

দ্রোহী যা বলেছেন, তারপরে তো আপনার নাম দেখলেই আমি হেসে কুটিপাটি হয়ে যাব৷
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি
নৈষাদ এর ছবি

শুরু করেছিলাম একধরণের চমৎকার 'মুড' নিয়ে, চমৎকার বর্ণনা। শেষে এসে...। নাহ্‌।

দময়ন্তী এর ছবি

ধন্যবাদ নৈষাদ৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো... অনেক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী এর ছবি

ভারী খুশী হলাম৷

আপনি কলকাতা কবে আসবেন? আসলে আর ছাড়ান নাই৷ দেখা না করে যেতে পারবেন না৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

শুভাশীষ দাশ এর ছবি

ভাল্লাগছে। কইতে ভুইলা গেছিলাম।

---------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দময়ন্তী এর ছবি

আইচ্ছা৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তিথীডোর এর ছবি

অনেক ভাল্লেগেছে!!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দময়ন্তী এর ছবি

অনেক ধন্যবাদ৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

পান্থ রহমান রেজা এর ছবি

তারপর সমর সেনারা কই গেল!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।