ট্যাবু (taboo) ইংরেজি শব্দের সঠিক বাংলা করতে গিয়ে একটু দ্বিধায় পড়েছি। একটিমাত্র শব্দ দিয়ে এর বাংলা করতে ব্যর্থ হয়ে এর ব্যাখ্যায় মনোনিবেশ করলাম। যে বিষয় সাধারণত প্রকাশ্যে, জনসমক্ষে বা পারিবারিক পরিসরে আলোচনা করে না তাকে ট্যাবু বলা হয়। যেমনঃ এইডস্ সচেতনতার নানান দিক, কিশোর কিশোরীদের যৌনশিক্ষা, বা শ্রেনীকক্ষে অ্যানাটমি পাঠে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইত্যাদি বিষয় সাধারণত এড়...