যন্ত্রণা ব্যাপারটা দেওয়া যত সহজ, সহ্য করা ততটাই কঠিন!
আমি সহজ-সরল মানুষ, তাই সহজ কাজটাই বেছে নেই সব সময়!
সকালে ঘুম থেকে উঠেই আম্মুকে যন্ত্রণা দেই।বেশিক্ষন দিতে পারি না, বাস ধরার জন্য ছুটতে হয়! তাই আরামের ঘুমটা হারাম করে শেষ পর্যন্ত উঠতেই হয়!এরপর আম্মু কিছুক্ষন পিছনে পিছনে ঘুরে “ আর এক চুমুক দুধ খেয়ে নে...আর একটা কামড় রুটি খা ......” আমি ব্যাগ এ পানির বোতল ঢুকাতে ঢুকাতে আম্মুকে লজিকালি ব্যাখ্যা দিতে থাকি - “ এক চুমুক দুধ কিংবা এক কামড় রুটিতে তেমন কিছুই যাবে আসবে না, তাই এটা খাওয়া আর না খাওয়া একই কথা!” বলতে বলতে কোন মতে চৌকাঠটা পেরোতে পারলেই শান্তি!যাক, আজকের মত রেহাই পাওয়া গেলো!!
এরপর বাস এর কিউ এর দিকে তাকিয়ে ভাবতে থাকি -সকালে উঠেই কি কোন পাপ করেছিলাম? না হলে কিউ এতো লম্বা ক্যান ?
নয়টি সিট মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধ -বাসের পাদানিতেই দাঁড়াতে পারি না, এতো ভীড়, আর বরাদ্ধ!!তাও হয়তো ঠেলে ঠুলে একটু মহিলা আসনের আশে পাশে দাঁড়ানোর ভাগ্য হয় কোন কোন দিন!
বোরিং ক্লাসগুলোর সবই বান্দরামী করে কেটে যায় , হয় সামনের সারিতে বসেই স্যার এর ছবি আঁকি, না হয় যা মন চায়, তাই আঁকি !!পিছনে কোন ছেলে বসলেই চেয়ার ধরে গুতোগুতি না করা পর্যন্ত তাদের শান্তি নাই! আর আমরা মেয়েরা সামনে থেকে চোখ রাঙ্গিয়ে ওদেরকে কটাক্ষ করি! ভাবখানা এমন “ আর এক বার করে দ্যাখ, আগুন দিয়ে ভস্ম করে দিব!”
কোন এক অদ্ভুত কারনে আমাদের ব্যাচে ছেলের সংখ্যা অতি সামান্য, মোটে ৪ জন।এর মধ্যে ২ জনের আবার “ মেয়ে বন্ধু” আছে ! বাকি দু’জনের এক জন অতি লম্বা, এতোই লম্বা যে আশেপাশের ক্লাস থেকে মানুষজন এসে তাকে ডেকে নিয়ে যায় “ একটু মাল্টিমিডিয়া অন করে দিবেন ভাইয়া? ” বলা বাহুল্য, মাল্টিমিডিয়া গুলো এতো উঁচুতে!!কোন আহাম্মক যে ওইগুলা এমন পাহারের চূড়ায় সেট করেছে!!
রইলো বাকি এক! সেই এক জনকে আমরা আমাদের “অনেকের মধ্যের এক” জনের সাথে ( যে কিনা সিংগেল এন্ড রেডী টু মিঙ্গেল ) “কিছুমিছু” ঘটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি!
বেচারী লজ্জায় লাল হয়ে যায়!আমাদেরই বা কী দোষ? স্যার তার নামের আদ্যাক্ষর আর “রইলো বাকি এক” এর পদবী এক করে ডাকার পর থেকেই না আমাদের এহেন প্রচেষ্টা! খিক খিক!
যাইহোক, তারপর ও ক্লাসগুলো প্রচন্ড বোরিং লাগে! খালি ভাবতে থাকি বাসায় থাকলে কী আরাম করেই না ঘুমাতাম!!
দীর্ঘক্ষনের যাত্রা বিরতি দিয়ে কখন যে বাসায় ফিরবো, এরপর সেটাই কেবল একমাত্র দুশ্চিন্তা!
বাসায় এসেই “খোমাখাতা” খুলে বসি! ইয়াহু মেসেঞ্জারে উঁকিঝুকি দিতে থাকি কারো বা অপেক্ষায়! দেখা মিল্লেই বকর বকর!এরপর পিসির সামনেই ডিনার সেরে আবার বকর বকর! রাত ১/২টায় মনে পড়ে সকালে ক্লাস আছে, ঘুমাতে যাওয়া উচিত! আম্মু পাশ থেকে বকতে থাকে “এই কারনে তোর স্বাস্থ্যের এই হাল!না আছে খাওয়া, না আছে ঘুম ”...আমি রোজ আম্মুকে আশ্বাস দেই “কাল থেকে লক্ষী মেয়ে হয়ে যাবো”
আমার “কাল” আর আসে না!
যেই যন্ত্রনা দিয়ে শুরু করেছিলাম,সেটা দিয়েই শেষ করি!সচল এর মডু ভাইয়া/আপুদের অনেক যন্ত্রণা দিলাম! আসলে সেই কথার বয়ান লিখতেই এই এতো ছাইপাস ( ???) লেখা!
আমাকে সচল করার বার্তা জানি মডুরা চিঠি দিল! আমি মহানন্দে নাচতে নাচতে “শুধু মাত্র একবার লগ ইন করতে পারবেন” এর লিঙ্ক এ গিয়ে মাত্র পাসওয়ার্ডটা পাল্টালাম, তখনো “সংরক্ষণ” করিনি, ঠিক ওই মুহূর্তে আমার বিদ্যুত ব্যাটা ভেগে গেলো!! ( দুঃখ আর দুঃখ )
সচল এর নিয়ম অনুযায়ী ওই লিঙ্ক দিয়ে আর প্রবেশ করতে পারলাম না!আমার ও আর সচল হওয়া হলো না!
এরপর মডুদেরকে যন্ত্রনা দেওয়ার পালা এলো! চিঠি আর চিঠি -- আমাকে আবার সুযোগ দেওয়া হোক!!
অবশেষে আজ সুযোগ পেলাম, আর তাই এই লেখার উতপত্তি!
সচলের সবাই ভালো থাকুন, এই কামনা করেই শেষ করছি!
মন্তব্য
বিদ্যুতের কারণে যে কত বিড়ম্বনা তা বলে শেষ করা যাবেনা। সচলে স্বাগতম।
প্রথম ওয়েলকামটা দেওয়ার ইচ্ছা ছিল। পিপিদার জ্বালায় পারলাম না
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আপনার দাঁতগুলা তো বেশ ঝকঝকে
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
বের করলে তোমারগুলোও ঝকঝকে দেখাতো
বাহ!! ভালোই "প্রকৃতির আবীরমাখা প্রেমালাপ " চলছে দেখি! হেহেহেহে
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অভিনন্দন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
লিক্তে থাকেন। চোখকান বন্ধ করে লিক্তে থাকেন।
চোখ বন্ধ করে লিখে কেম্নে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হিমু ভাই সব পারে । কোলন্ডি।
_________________________________________
সেরিওজা
যারা কী-বোর্ড এর দিকে না তাকায় লিখে তারা চোখ বন্ধ করে লিখতেই পারে !! কোলন্ডি!
তবে কান ক্যান বন্ধ করবো হিমু ভাই? বুঝলাম না!!
আমার অবশ্য সিরিকাস কিছু লেখার সময় মুখ খোলা থাকে ! সেইটাও কী বন্ধ করা জরুরী?? কোলন্ডি!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
চোখকান বন্ধ করলে দিল খুলে যায়। দিল খুলে লিক্তে থাকেন। মুখ খুলে লিক্তে গেলে লোল গড়িয়ে পড়ে কীবোর্ড ভিজে জং ধরে শক খাবেন।
- লুলের কি কেরামতি! পেলাশটিকের কীবোর্ডেও জং ধরায়ালায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
=))
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অভিনন্দন রইল।
বুনোহাঁস
মজা পাইলাম তারানাপু, কার্টুনটা বেশি মজার। পা খুইল্লা দরকার পড়লে হাতের পাশে লাগান, তারপর চার হাত-পায়ে লিখতে থাকেন।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
কী ভয়ঙ্কর দেখা গেলো!!
:-SS
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম, আপনার শিরোনামটা বিভ্রান্তিকর, আপনে হাচল হয়েছেন, পড়ে মনে হয় একলাফে অচল থেকে সচল হয়েছেন , তবে আপনার লেখা পড়ে মনে হয়েছে হয়ে গেলেও কোন ক্ষতি ছিল না, লেখা আর কার্টুন, একসাথে এত গুন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হাচল মানে কী?
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অভিনন্দন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সচলে স্বাগতম। আপনার লেখার হাত ভালো। সুতরাং, নিয়মিত নিত্যনতুন লেখা চাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
১.
অভি (সচল হইতে পারলে নন্দন দেওয়া হবে)
২.
আমারো পয়লাবার এমন হইছিলো... তবে বিদ্যুত সঙ্কট না... আমি ভদ্রলোকের মতো সচলে ঘুরাঘুরি করে এমনকি পাসওয়ার্ড না পাল্টে বের হয়ে গেছিলাম।
৩.
আপনের লেখা স্টাইলটা মজার আছে
৪.
কার্টুনটা আপনের আঁকা? তাইলে জাঝা... মজা হইছে কার্টুনটা...
৫.
চোখ কান বন্ধ কইরা লেখতে থাকেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হেহেহে...এহেন ফালতু কার্টুন আমি ছাড়া আর কে আঁকিবে শুনি ??
ধইন্যাপাতা!
বাকি সবাইকেও ধইন্যাপাতা...এই সব ছাইপাস পড়ার জন্য!!! কোলন্ডি
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
সচলকে এক অচলের অভিনন্দন !
বেশ হযেছে তারানা'পু ..আরো লিখা পড়তে মঞ্চায়.
সচলে স্বাগতম ! আশা করি অচল হবেন না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচল তো হইয়েছেন দেখতিই পাচ্ছি। কবে না আবার পুরানো সচলগের মতন ডুব মাইরে বসেন তা কিন্তু কর্তি পারবেন না কতিছি! হুঁম!
অভিনন্দন
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
- ক্লাসরুমের ফটুকে দেখলাম চিটার ভদ্রলোকের পেট বড়। ভদ্রলোকের কি বাচ্চা হবে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নাহ নাহ!! ওইটা ভূঁড়ি ছিল! হিহিহিহ
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
লিখা ভাল্লাগছে। লিখতে থাকেন তুমুল গতিতে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
*
হাচলত্বে অভিনন্দন (সাইফ ভাইয়ের ধরে দেওয়া সূত্র মতে)। তবে, আমি হাচলদেরই প্রকৃত সচল মনে করি। পূর্ণ সচলেরা কম-বেশি সবাই খেলাপী।
*
কিছু মন্তব্য দুর্দান্ত লাগলো।
"প্রকৃতির আবীরমাখা প্রেমালাপ" -- তারানা
"লুলের কি কেরামতি! পেলাশটিকের কীবোর্ডেও জং ধরায়ালায়।" -- ধুগো দাদা
"অভি (সচল হইতে পারলে নন্দন দেওয়া হবে)" -- নজু ভাই (যদিও বিনা অনুমতিতে আমার ও অভিজিৎ দা'র নাম ছিনতাই করেছেন )
"কোলন্ডি" -- সুহান
*
খাতার উল্টা পাতায়ও কিছু এঁকেছেন। সেগুলোও দেখতে চাই।
*
কিছু বানান (অতিথি নেই বলে মাফ নেই, তবে বেশি ধরলাম না এই যাত্রায়)
কারণ, ছাইপাশ, বেশিক্ষণ, বরাদ্দ, বান্দরামি, বিদ্যুৎ
হেহে, সেই কথা আপ্নের চেয়ে ভালা আর্কে জানে ?? কোলনপি।
_________________________________________
সেরিওজা
এই ভয়টাই পাচ্ছিলাম...
ইস! আমার আম্মুকে যদি এতো জ্বালাতে পারতাম।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
হাচলত্বের জন্য অভিবাদন....
লিখতে থাকুন আপু, লেখাটা মজারু....
----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
হাচলত্বের অর্থটা যদি কেউ একটু কাইন্ডলি...
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
আপু, হাচলত্ব বোঝার সমীকরণ নিম্নরূপ:
সম্পূর্ণ সচল = সচল
হাফ সচল = হাচল
হাচল মানে অতিথি সচল, এই আর কি
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
সচলে স্বাগতম----!
চমৎকার লেখা
আরো আসতে থাকুক
আপনার লেখার হাত দারুণ তো!
লিখতে থাকুন।
..................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
মহিলা আশনে উপবিষ্ট মহিলাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা হয় বুঝি?
কার্টুন মজারু হয়েছে।
কবিতা ও লেখায় ভরে উঠুক এই ব্লগ।
শুভকামনা...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
তারা, না শব্দ?
লিখতে থাকুন হাত পা খুলে
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
যাক, এই প্রথম একজনকে পেলাম...যে আমার নিকের অর্থটা একটু হলেও ধরতে পারলো!! ধইন্যাপাতা !!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
সচলে স্বাগতম
এক চুমুক দুধ আর রুটিতে এক কামড় দিয়ে আবার লিখতে থাকুন
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ইয়াক!!! তাহলে আর লেখাই হবে না !!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ভালু হইছে, খুউপ ভালু। ছচলে ছাগতম।
লিক্তে থাকেন আর আমরা পড়তে থাকি।
======================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হিহিহিহি...
ধইন্যাপাতা
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ত্রাণা, তোরে হাচল না বানায়ে [হাচল= হাফ সচল {মনে হয়} ] মডুগনের উচিৎ ত্রাণ দেয়া, তোর স্বাস্থ্য তো আসলেও... মাশাল্লাহ!
আম্মুরে আমিও মাশাল্লাহ ভালই জ্বালাই! তবে উলটা অর্থে! সব খেয়ে সাফা কিরকিরা করে আওয়াজ দেই, আম্মু আর কী খাবো? আম্মু আর অপশন না পেয়ে বলে 'আমারে খা!'
আমার বিয়েতে কী হবে তাতো বলেছিই...আমার আত্মীয় স্বজন [ইনক্লুডিং বাপ মা] হাহা করে হাসবে আর শ্বশুর-শ্বাশুড়ির কান্না হবে মাতম করে! হেহেহে, বাড়িয়ে বলছিনা ভইন! আমি কী পরিমান পেইন তা নিশ্চই বুঝেছিস এতদিনে! কোলনপি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওই দিন কইলা বিয়া করবা না!!! আর এখন কইতেসো যে শ্বশুর-শ্বাশুড়ি... ছিঃ ছিঃ ...এই তোমার কথার দাম?? নাহ!! কোন হোপ নাই তোমারে নিয়া!!!
তোমার আশেপাশে যাওয়া আর ঠিক হবে না! কখন যে তোমার হাড্ডি চিবানির মঞ্চায়!! আল্লাহ বাঁচাও!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
তাইতো কই এতো কম ঘুমায়াও তোর স্বাস্থ্য তো মাশাল্লাহ ভালা ... হেঃ হেঃ।
--------------------------------------------------------
--------------------------------------------------------
তারানা, আপনার বয়স কতো?
আমি আপনার শিষ্য হব।
অভিনন্দন জানাতে পারলেও অচলরা সচলে স্বাগতম জানাতে পারে কিনা জানিনা।
তাই বলছি,
তারানা সচল হওয়ায়(সবাই বলো)লাল গোলাপ শুভেচ্ছা।
-মজনু
বয়স আমার বায়ো কী তেয়ো, মা বলে আয়ো কম!!
শিষ্য কেন হবেন ?
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
বায়ো কী তেয়ো,
তা ছোটমনি, এই কনফিউশন যোগ করবো না বিয়োগ?
উচ্চারণে মনে হচ্ছে বিয়োগ হবে?
শিষ্য কেন হবেন ?
আমি হাচল হমু, পারতেছিনা।
-মজনু
ত্রাণা, তোরে হাচল না বানায়ে [হাচল= হাফ সচল {মনে হয়} ] মডুগনের উচিৎ ত্রাণ দেয়া, তোর স্বাস্থ্য তো আসলেও... মাশাল্লাহ!
আম্মুরে আমিও মাশাল্লাহ ভালই জ্বালাই! তবে উলটা অর্থে! সব খেয়ে সাফা কিরকিরা করে আওয়াজ দেই, আম্মু আর কী খাবো? আম্মু আর অপশন না পেয়ে বলে 'আমারে খা!'
আমার বিয়েতে কী হবে তাতো বলেছিই...আমার আত্মীয় স্বজন [ইনক্লুডিং বাপ মা] হাহা করে হাসবে আর শ্বশুর-শ্বাশুড়ির কান্না হবে মাতম করে! হেহেহে, বাড়িয়ে বলছিনা ভইন! আমি কী পরিমান পেইন তা নিশ্চই বুঝেছিস এতদিনে! কোলনপি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লেখা ভালো হইছে, আরো ভালো লাগতো যদি বানান ভুল কম/না থাকতো।
পরীক্ষা না সামনে? পড়তে বস যাও।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
সারাক্ষণ কি পড়বো নাকি?????
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
লেখা ভালো লাগসে!
অভিনন্দন হালিম ,,হিহিহি,থুক্কু তারানা'পু-----------------
*তিথীডোর
মজার লেখা হয়েছে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সুখ নাইরে পাগল!
গতিশীল লেখা। জীবনের এ প্রান্ত থেকে ও প্রান্তের লাফ দিয়ে মিলিয়ে দেয়ার ক্ষমতাও আছে। অন্য যেকোনো বিষয়েও লেখা এমন হলে আনন্দিত হওয়া যাবে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
লেখা অত্যন্ত ভালো হয়েছে।
সচলায়তনে তোমার যাত্রা শুভ হউক।
______________________________________
লীনলিপি
______________________________________
লীন
প্রথম ব্লগ লেখা শুরু করার পর থেইকা তোর অনেক উন্নতি হইসে দোস্ত, আরো লিখতে থাক। তোর লেখা পইড়া খ্যাক খ্যাক কইরা হাসতে ভালা লাগে। আর খাওয়া-দাওয়া করিস ভাল মতন। তোরে এইখানে দেইখা ভালা লাগতেসে।
--------------------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন