সৃষ্টিসন্ধান এবং অবসর

অদৃশ্য ভগবান এর ছবি
লিখেছেন অদৃশ্য ভগবান (তারিখ: বুধ, ০৬/০২/২০০৮ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ একটা ভালো সাইট খুঁজে পেলাম । সাইটটির নাম সৃষ্টিসন্ধান (srishtisandhan.com). বাংলার অনেক ছোট ছোট লিটিল ম্যাগাজিনের বেশ কিছু লেখা এই সাইটটিতে পাওয়া যাচ্ছে । তবে বেশির ভাগ বাংলা সাইটের যা মূল সমস্যা এটিরও তাই । সাইটটি ইউনিকোড নয় তাই শুধুমাত্র আইই তে পড়া যায় ।
তবে সাইটটিতে ভাল ভাল গল্প কবিতা প্রবন্ধ রয়েছে ।

আর একটি সাইট হল অবসর (Abasar.net) । এখানে কিছু লেখার পাশাপাশি এর আকর্ষনীয় বিষয় হল সংক্ষিপ্ত ভারতকোষ । বঙ্গীয় সাহিত্য পরিষদের ভারতকোষ থেকে তাঁরা কিছুটা সংক্ষেপ ও আপডেট করে দিচ্ছেন । এটিও ইউনিকোড নয় । তবে এঁদেরকে মেল করে জানা গেল যে এনারা ইউনিকোড সম্পর্কে সচেতন এবং ভবিষ্যতে সাইটটিকে ইউনিকোড করবেন । তবে সময় লাগবে ।

এখন আমি অইউনিকোড কোন বাংলা সাইট দেখলেই একটা মেল ছেড়ে দিই ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।