ভাল লাগছে সচলায়তনে সচল হয়ে । বেশ কিছুদিন আগে যখন সচলায়তনের জন্য ফর্ম ফিলাপ করেছিলাম তখন সেখানে আসল নাম আর সহরের ফিল্ডের জায়গায় লিখেছিলাম বলব কেন? তাই আমি সচলায়তনে সচল হব এরকম আশা করি নি । ভেবেছিলাম আমার এরকম জবাবে তাঁরা হয়তো আমার ফর্ম বাতিল করবেন । কিন্তু তা হয় নি । হয়ত এঁদের মধ্যে কেউ কেউ আমার ব্লগস্পটের ব্লগ পড়েও থাকতে পারেন ।
ছদ্মনামে ব্লগিং করি বলে অনেকেরই প্রশ্ন কেন আমি আমার আসল নামে ব্লগিং করি না । আমার কিন্তু এই ছদ্মনামে ব্লগিং করতে ভালই লাগে । মনে হয় আমি যেন আরেকটা পরিচয় পেয়েছি যা আমার নিজের পরিচয় থেকে কিছুটা আলাদা ।
কিছুদিন আগে যখন তসলিমা নাসরিনের উপর ভারতের হায়দ্রাবাদে আক্রমন হয়েছিল তখন আমি আমার ব্লগে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম । সহব্লগার রেজওয়ান এবং অপর্ণা আমার সেই লেখা তুলে ধরেছিলেন গ্লোবাল ভয়েস অনলাইনএ । এমনিতে আমার ব্লগ বেশি কেউ পড়েন না । কিন্তু তার মধ্যেও যে আমি কিছু মানুষের কাছে পৌছাতে পেরেছি তাতে আমার ভালো লেগেছিল । সচলায়তনের মতো সাইটে লেখার সবথেকে বড় সুবিধা হল এই যে সহজেই অনেক বেশি মানুষের কাছে পৌছানো যায় ।যেটা ব্লগস্পটে সম্ভব না । কারন সেখানে ব্লগগুলি বিচ্ছিন্ন দ্বীপের মতো । কিন্তু আবার কখনও কখনও এই ধরনের সাইটে সাইট মডারেটর দের সাথে মতান্তর হবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ।
প্রথম থেকেই আমি সচলায়তনের পাঠক । সাইটটি বেশ খাসা হয়েছে সে কথা স্বীকার করতেই হবে অন্তত বিভিন্ন উপযোগিতা আর ডিজাইনের দিকে লক্ষ্য রাখলে ।
মন্তব্য
সুস্বাগতম অদৃশ্য ভগবান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
লিখুন,বেশি বেশী-আরো বেশী ।
ও হ্যাঁ,স্বাগতম
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হিডেন গড, স্বাগতম।
আমি আছি আপনার পাঠকের দলে সবসময়।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আ ভগবান, আপনিও ব্লগাইতে এলেন তাহলে! ভালই হল।
ভগবান,আপনার ধর্মানুভূতি কি আহত হয় না ব্লগিং করতে এসে?
স্বাগতম।
প্রতিবাদে থাকুন, সচলায়তনেও।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
স্বাগতম।... অনেক অনেক লেখা চাই।...
(ভগবান আবার দৃশ্যমান হয় না কি, অ্যাঁ! ...
)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
স্বাগতম
নীড়পাতা.কম ব্লগকুঠি
স্বাগতম।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ সবাইকে...
নতুন মন্তব্য করুন