মারসো, তোমার জন্য

পুরুজিত এর ছবি
লিখেছেন পুরুজিত (তারিখ: মঙ্গল, ১৪/০৮/২০০৭ - ১০:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মারসোর সাথে আমার পরিচয় বছর পাঁচেক আগে। পেশায় সে একজন আগন্তুক ছিল। প্রথম থেকেই কেনো যেনো ওকে সবকিছু বলতে ভালো লাগতো আমার। খুব ভালো শ্রোতা ছিল মারসো, চোখ বুজে ঘন্টার পর ঘন্টা আমার প্রলাপ শুনে যেতে পারতো। কখনো কোন মন্তব্য করতো না,হু হা ছাড়া- কখনো বিচারক হতে চাইতো না। তারপর বছর দুয়েক আগে উধাও হয়ে গেল না বলেই। খুব মিস করি ওকে ইদানীং।

তুমি ফিরে এলে, মারসো,
যুদ্ধের প্রান্তরে নিয়ে যাব তোমায়
অবিন্যস্ত পোড়া হাড় দেখাব সারি সারি
ওরা মাটি পায় নি, জানো?

তুমি ফিরে এলে, ঝড়ের
পথ ধরে হাঁটবো আমরা -
সেদিন রাতে কয়েকটা অবাধ্য গাছ
কুর্নিশ করে নি, দাঁড়িয়ে ছিল সটান।

ফিরে এসো মারসো,
এইবার একটা ঘর দেবো তোমায়
সাজিয়ে।


মন্তব্য

দৃশা এর ছবি

খুবই সহজ সরল......কিন্তু প্রানবন্ত...
কেউ কেউ আসে একান্তে...চলে যায় নিভৃতে...

দৃশা

বিপ্লব রহমান এর ছবি

ভাল লিখেছেন।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ইশতিয়াক রউফ এর ছবি

পুরুজিত এর ছবি

আবার জিগায়! মেয়েরা এতো ভাল শ্রোতা!! কখনোই না।

জিফরান খালেদ এর ছবি

এই মারসো হইলো গিয়া কামু এর দ্যা আউটসাইডারের মারসো।

আমগো পুরুজিত দার ভিতরেও একখান মারসো আসে, আপনাগো মইধ্যেও হয়তো আসে।

নিজের ভিতরের অই আগন্তুকের লগেই সবচেয়ে বেশী বাতচিত করন যায়।

পুরুজিত দা, হাছা কইসি?

সিরাত এর ছবি

কি একখান মেটাফিজিকাল পোস্ট!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।