এইটা কিনলে ওইটা ফাও,
ডাইরি কিনলে বইটা ফাও।
কাগজ কিনলে কলম ফাও,
ডেটল কিনলে মলম ফাও।
ছাগল কিনলে খুটি ফাও,
মাখন কিনলে রুটি ফাও।
ইটা কিনলে বালু ফাও,
মাংস কিনলে আলু ফাও।
ফাওয়ের ভুবন বিশাল বড়
নেই কোনো তার শেষ,
কোনো কিছুই না কিনে ফাও
পেলে হত বেশ।
এই কথাটি ভেবে ভেবে
সাগর মিয়ার নাতি,
ঘুমিয়ে গেল দুয়ার খুলে
জ্বালিয়ে ঘরে বাতি।
ঘুমটি ভেঙ্গে দুঃখে নাতি
চেচিয়ে ওঠে জোরে,
ঘরে যে তার নেইতো কিছুই
সব নিয়েছে চোরে।
মন্তব্য
সচলায়তনে স্বাগতম, ছড়াকার!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অভিনন্দন টিপু কিবরিয়া ।
সচলে স্বাগতম..
অবশ্যই! সাথে একটা (বিপ্লব) ফাও!
গুলি টা বাদ পড়ছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
স্বাগতম টিপু ভাই!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
ছড়ার সাথে ফটো ফাও পেলে আরো ভালো হতো! সচলায়তনে স্বাগতম
ঠিক আছে একটা ফটো ফাও দিলাম এখানে। খুশি?
ছবিটা সুন্দর...
ছোটবেলায় তখনো ঝর্ণা কলমে লিখতাম... ইকোনোর জোয়ার আসে নাই... তখন একটা মজার খেলা ছিলো আমাদের... দোয়াত থেকে কয়েক ফোটা কালি কাগজে ঢেলে মাঝখান দিয়ে ভাঁজ করতাম। দেখা যেতো বিভিন্ন আকৃতি হয়েছে। কখনো সেটা প্রজাপতির মতো হতো... কখনো বা যা খুশি তাই...
আপনার এই ছবিটা দেখে সেই খেলাটার কথা মনে হলো খুব।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
...........................
Every Picture Tells a Story
পিচ্চি থাকতে কিশোর পত্রিকায় যার ছড়া পড়তাম, আপনি সত্যিই সেই টিপু কিবরিয়া? অবিশ্বাস্য লাগছে!
স্বাগতম সচলায়তনে।
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্য।
নামটা বড়োই চিনা চিনা লাগে।
সচলায়তনের কল্যাণে দূরে দূরে থাকা মানুষগুলোকে কতো কাছে লাগে...
সুস্বাগতম।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
-
আলু-মাংস আজ আমার, চাইঈ চাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চোর বেটা তো ভুল করে নাই
নাতির প্রেরণাতে
না কিনে ফাও সকল কিছুই
নিয়ে গেলো রাতে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলে ইদানিং বস পাবলিকের আনাগোনা। স্বাগতম টিপু ভাই।
সবাইকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন