বলেছিলে সমুদ্রে যাবে সন্ধ্যায়,
অথচ সন্ধ্যা হবার আগেই
আড়ি পাতলো রাত!
বাসী পোষাকটিও ছাড়া হলোনা একবার!
এতোটা ভালোবাসা ছিল?
মোহনার আড়ালে আবডালে এখনও সে ঘ্রাণ?
আর রতিবিলাসের উচ্চকিত শব্দাবলী?
গতপরশু এসেছিল একজন।
তারপর দিন নেই, রাত নেই,
অবিস্রান্ত রোদ রোদ ছায়া।
বিলম্বিত লয় আর আকন্ঠ দ্যোতনা।
আকাশ থেকে ঝর ঝর বৃষ্টি-
ছাদ বেয়ে মাটিতে নেমেই,
অমাবস্যার আড়াল।
যেন পরিকল্পিত নদীতে
বহুযুগের তপসাতস্যতাপস।
ঘোরাপথে বেলাভুমি বহদুরেরই পথ!
প্রলম্বিত সময়ের ভারে বিবর্ণ, তাই
এসোনা! ভোর নামার আগেই
শরীর ভেজাই ওমে!
মনে রেখ! প্রতিটি রাতই যেন
তাপসীর কল্পনাবিদ্ধ চোখ!
মন্তব্য
ভালো লাগলো খুব।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
তোর জন্য আমি বন্য।
ভালবাসার ছায়া রোদ এ যেন...
জীবনে বেশ কিছু স্বস্তি....
আধারের মাঝে খেলা আমার
মনের মাঝে ঝড়...
আমি পাবো নাতো কেউ নয়....
বেশ ভালো লেগেছে
অন্তোজ...
তীরু ভাইয়ের কবিতা কি পড়েছি আগে?
মনে করতে পারছিনা । তবে এই কবিতা পড়ে মনে হলো,আপনার আরো কবিতা পড়তে পারলে ভালো লাগতো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন