ফুল দিলে না, নদী দিলে দু'হাতে
আর তাতেই মন্থিত দিন।
তাই যাই যাই করেও
যাওয়া হলোনা কতোবার!
কী এক আশ্চর্য্য সন্ধ্যায়
অবিশ্রান্ত বৃষ্টির ছোপ
ললাট বেয়ে পড়েছিল আঁচলে,
মুক্তোর কণার মতো-
কৈলাসে সরোদ বাজিয়েছিল মোহনায়।
তোমার আঙ্গুল গলে
এক একটি মোহন ভালবাসা-
ছুঁয়েছিল সরল রেখার মতো
কপালে কপোলে নন্দিতসাগরসন্ধ্যা।
যাই করেও যাওয়া আর হলোনা প্রেয়সী
যে অঙ্কুর ঘিরে ভালোবাসা,
সে তো অনাদীআশ্চর্য্যমানস!
ছুঁয়ে ছুঁয়ে ধুয়ে ধুয়ে মৃগনাভীসুমন্দনির্যাস।
নদীতেই থাকবো আমি।
পাড় থেকে পারান্তরে,
চিরন্তন তৃষিতবালক।
তোমাকেই স্পর্শ করে
উড়ন্ত প্রেমপারাবত
আর প্রান্তসীমার কুয়াশাযুগলসন্ধ্যা।
মন্তব্য
নতুন কবিতা?
নন্দিতসাগরসন্ধ্যা,অনাদীআশ্চর্য্যমানস, মৃগনাভীসুমন্দনির্যাস,কুয়াশাযুগলসন্ধ্যা
হায়, এরকম শব্দ আমি ধরতে পারিনা
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বুঝি নাই .... কে বাজিয়েছিলো ? .... বৃষ্টি ? .... কৈলাস হলো পর্বত, সরোদ হলো বাদ্যযন্ত্র, মোহনা হলো কৈলাস থেকে নদী যেইখানে সাগরে মেশে .... নাহ আমারে দিয়ে হবে না ..
নীড়পাতা.কম ব্লগকুঠি
আপনি তো বুঝিয়েই দিলেন হাসি্ব। নিজে এতোটা বোঝাতে পারতাম কি না, সন্দেহ আছে বেশ।
আমার ব্রিন্দা সমস্যার সমাথান হলোনা। fix it দেবার পর নতুন করে স্টার্ট করছি কমপিউটর, প্রোগ্রামটি জানাচ্ছে, বিদায় হলো বৃন্দা, কিন্তু তারপরও থেকে যাচ্ছে। অ্যাডমিনিস্ট্রাটর রাইট রয়েছে তারপরও ম্যানুয়ালীও বৃন্দাকে মুছতে পারছি না। ভিসতা নিয়ে এই সমস্যা হবে জানলে ওক্সপিই রেখে দিতাম।
অ্যাডমিনিস্ট্রাটরএর ক্ষমতা বাড়ানোর কোন পদ্ধতি তো থাকার কথা নয়।
কি করি বলুন তো?
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ফায়ারফক্সে ট্রাই দেন । ওখানে শিওর সাক্সেস পাঞ্জেরি গাইড ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ফায়ারফক্সেও চেষ্টা করলাম। কোন কাজ হলোনা। কোথাও একটা গোলমাল রয়ে গিয়েছ অবশ্যই, যা ধরতে পারছি না। মনে হয় "রাইট" নিয়ে কোন সমস্যা আছে, অথচ নিজেই "এ্যাডমিন"!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সুন্দরতম কবিতা।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন