• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ভিসতাতে বাংলা ফন্ট সমস্যার আপাত: সমাধান

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১২/১১/২০০৭ - ৬:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভিসতা তে ফন্ট সম্পর্কিত সমস্যা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। অনেকেই সমাধান দেখিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। পরে অনেক ইন্টারনেট ঘেটে নিজেই একটি সমাধান পেয়েছি। অ্যাডমিনিষ্ট্রাটর হলেও বৃন্দা মোছা যায়না। অনেক চেষ্টা করেও পারিনি। তাই রেজিষ্ট্রতে গিয়ে ‚বৃন্দাকে‘ই নিজের পছন্দসই ফন্ট ‚রূপালী‘ করে দিয়েছি।

নীচের লাইনগুলো একটি ফাইলে লিখে ফাইলটি যে কোন নামে save করুন, যার extention reg থাকবে। explorer এ গিয়ে ডাবলক্লিক করলেই আপনি এমনি এক অপশন পাবেন, যাতে রেজিষ্ট্র ভ্যালু ওভাররাইট করা যায়। সেটি করলেই “বৃন্দা” “রূপালীর” মতো সুন্দরী হয়ে যাবে।

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Fonts]

"Vrinda (TrueType)"="Rupali_01-02-2007_0.ttf"

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes]

"Vrinda"="Rupali"

অর্থাৎ আপনি Vrinda তে লিখলেও তা রুপালী হয়ে যাবে। আপাতত: আমার দেয়া এটাই সমধান। আপনি আপনার পছন্দসই ফন্ট বেছে তার নামটি ঠিক করে লিখবেন। যেমন আমার বেলায় Rupali_01-02-2007_0.ttf লিখেছি। তবে পুরো কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ রেজিষ্ট্রতে হাত দেয়া খুব নিরাপদ পথ নয়।


মন্তব্য

হাসিব এর ছবি

হমম, অনেকের দরকার হবে এটা । অরূপ বা মা.মু. কেউ এটা সাহায্য পাতায় তুলে রাখেন ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।