শাহীন হাসানের কবিতা: ফুলঢেউ

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শনি, ০১/১২/২০০৭ - ৮:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানিনা কোন মহাধাম থেকে আসে। এই অধমের শয়নকক্ষে
ফুলের ঢেউগুলো ঢোকে। যেভাবে সমুদ্র :
বেলাভূমিকে প্লাবিত করে,
স্নানরত মানুষের পায়ের তলা থেকে বালুরাশিকে টানে,
তেমনি ঢেউগুলো আমার মধ্যে আসে
কী যেন রাখে, আবার
সরিয়ে নিয়ে যায় ; কেউ চায় কী আমাকে,
যুগপৎশূন্য এবং পূর্ণ করতে?
এ যেন অনন্ত- সেই খেলা, সাগর আর সৈকতের।

এতোকাল ধরে যতফুল, বাগিচায় বনভূমিতে নিসর্গে
দেখেছি : তার একটি রঙ, একটা আকৃতি, একটি ফুলও
পড়েনা-বাদ, এই অশরীরী, ফুলঢেউ-উৎসবে ...

নিসর্গকে, কে নির্দেশ করেছিল?
জিজ্ঞেস করেছিলাম নির্জনতাকে।
তারপরও গভীর রাতে বনের গহনে
আবারও সেই অলোড়ন : আসতে থাকে,
আসতে থাকে, অশরীরী ফুলঢেউ ...
সময় করে একদিন আসবে, আমাকেও নিয়ে যেতে...।
৩১.০৫.০৫

(বন্ধুবর শাহীন হাসান সচল হননি এখনও। তাই আমার ব্লগেই কবিতাটি দিলাম।)


মন্তব্য

??? এর ছবি

ভালো লেগেছে।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

হাসান মোরশেদ এর ছবি

সেই সংশয় ।
ভালো লাগলো । শাহীন হাসানকে অভিনন্দন । তীরু ভাইকে ধন্যবাদ ।
তাঁর আরো কবিতা পড়তে চাই ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ এর ছবি

চিরন্তন সত্যের সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ তীরন্দাজ।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অতিথি লেখক এর ছবি

অনেক দিন পর ভালো এক্টা কবিতা পরলাম
-নিঝুম

তীরন্দাজ এর ছবি

সচলীকরণে আপাত: বাঁধার কারণে কবি শাহীন হাসানের পক্ষ থেকে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।