• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

স্বদেশের মাটিতে কাটাবো কয়েকটি দিন

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১৪/০১/২০০৮ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

২১ তারিখে পা রাখছি বাংলাদেশের মাটিতে। তিন সপ্তাহের মতো থাকবো সেখানে। মোটামুটি ভাবে ঢাকাতেই কাটবে। খুব ফুরফুরে মেজাজে আছি তাই।

ব্লগারবন্ধুদের সাথে দেখা করতে চাই,আডা দিতে চাই। সরাসরি পরিচিত হওয়ার আনন্দই আলাদা। কোন চৈনিক রেষ্টুরেন্টে (শান্তিনগরের কাছাকাছি) দেখা হলেই ভাল হয়। বলাবাহুল্য, হোস্ট তীরন্দাজ।
জানুয়ারীর ২৩/২৪/২৫ এর মাঝে একটি দিন খুজে নেব।

যাদের সময়, সুযোগ ও আগ্রহ রয়েছে, জানালে আনন্দিত হবো। সচলায়তনের ব্যক্তিগত মেইলে আপনাদেরকে ঠিকানা ও সঠিক সময় জানিয়ে দেবো।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

ওয়েলকাম হোম।
..দেশের পোলা দেশেই দেখা হওন ভালো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আরিফ জেবতিক এর ছবি

আছি তো অবশ্যই ।

তবে চৈনিক অন্ধকারে দেখা না হয়ে যদি বইমেলার আড্ডায় দেখা হয় , আরো ভালো লাগবে ।

মাহবুব লীলেন এর ছবি

আমিও একমত
চায়নিজের খুপরিতে যাবো কেন?
বই মেলায় আসেন
আর তার আগে হলে আসেন শাহবাগে
প্রকাশ্য আলোতে আড্ডা দেই

সবুজ বাঘ এর ছবি

হুমমমমমম। খুছির ছংবাদ। এই আমার নম্বট ০১৫৫২৪৩৪৫৫০. টুকাইয়েন।

তীরন্দাজ এর ছবি

জলিল ভাই, আপনাকে অবশ্যই থাকতে হবে!
জেবতিক, সবুজ : আপনারা হ্যা বলায় আনন্দিত। জায়গা ও সময় সবাই মিলেই ঠিক করতে পারি।

অলৌকিক: চার তারিখের পরও আমার কোন সমস্যা নেই। আমি ৮ তারিখ অবধি ঢাকায় আছি। দেখি বাকীরা কি বলেন।

মনে হয় বেশ ভাল গালগপ্পো হবে আমাদের। সামহোয়ার থেকেও বেছে বেছে দু'একজনকে আলাদাভাবে বলবো।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তীরন্দাজ এর ছবি

অরূপ, আপনার বিষাদময় চেহারা দেখে সত্যি সত্যিই ধ্বক করে উঠলো ভেতরে!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হাসান মোরশেদ এর ছবি

সাইড লাইনে আমি ও আছি তীরুভাই ।
সম্ভব হলে ৫ তারিখ । ২৪ এ দেশে আসবো । এসে দিন তারিখ ঠিক করে ফেলা যাবে ।

----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

গেলো মাসে আমরা ও কারো কারো মুখে পোকা ফেলছি ;)
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তীরন্দাজ এর ছবি

আসলেই! পরুক পোকা!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত এর ছবি

৪ বছর হতে চল্ল !! ঠাডা পড়ব, ঠাডা !!

হাসান মোরশেদ এর ছবি

আরে,অমিত আর অমিত আহমেদ দুজনই তো গত মাসে দেশে ছিলেন ।
আপনি চলে এসেছেন নাকি?
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত এর ছবি

হ। কানতে কানতে চইলা আসছি ২সপ্তা আগে। আইসাই নেক্সট যাওয়ার প্ল্যান প্রোগ্রাম শুরু করসি।

ফারুক হাসান এর ছবি

আনিস?
আমার তো 'টিনের তলোয়াড়' নাটকের কথা মনে পড়লো।- আরো আনিস দাও!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

তীরন্দাজ এর ছবি

তাহলে ৫ ই ফেব্রুয়ারী ঠিক করলাম আপাতত:। অন্যদের কি মতামত?
ভাল কোন জায়গার প্রস্তাব থাকলে করুন।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তীরন্দাজ এর ছবি

আমার একটিই সমস্যা। তা হচ্ছে, আমি সবাইকেই চাই। তাই বলছি, ৫ আর ৬ এর মাঝে ভোটাভুটি হোক!

আমি ফলাফলের অপেক্ষায় আছি।

তয় আমারে দেইখ্যা ডরাইয়েন না.....!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব এর ছবি

৫ নাহয় ৬ একটা হলেই হল। আমি আসব...

ভুল সময়ের মর্মাহত বাউল

মুজিব মেহদী এর ছবি

খুবই খুশির খবর। অনেক বিখ্যাত ব্লগারকেই সশরীরে পাওয়া যাবে বলে মনে হচ্ছে।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

পুতুল এর ছবি

গরীবের কপালে দেশ দেখা আর মনে হয়, হবে না কখনো।
আপনাদের দেশ দর্ষণ নিয়া পোষ্ট দিয়েন।
নাইবা রইলাম আপনাদের আড্ডায়, তবু আনন্দময় হোক আপনাদের মিলন মেলা। তীরুদার সফর, সুন্দর আনন্দময় ও উপভোগ্য হো্ক।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জ্বিনের বাদশা এর ছবি

হিংসায় গা জ্বলছে ,,, ;)

ভাল সময় কাটুক দেশে ,,, সচল আড্ডার সবাইকে শুভেচ্ছা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।