ঢাকায় ব্লগারবন্ধুদের নিমন্ত্রন জানিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম ক’দিন আগে। যাদের সাথে প্রতিনিয়ত সাইবার পরিসরে আলাপ চলে, তাদের সাথে সামনাসামনি পরিচিত হবার আনন্দই আলাদা। যদিও সময়াভাবে ইদানীং সচলায়তনে একটু কমই আসা হয়, তারপরও হয়তো অপরিচিতির আড়ালে পড়ে যাইনি এখনো।
সবাইকে একসাথে পাবার আগ্রহটি প্রবল। এ নিয়ে আপনাদের অনেকের সাথে আলাপ হয়েছিল। তার ভিত্তিতেই একটি দিন ঠিক করে জানাচ্ছি আপনাদের।
দিন: ৬/২/০৮ বুধবার
সময়: সন্ধ্যে সাত
লিন চিন (চাইনিজ রেষ্টুরেন্ট)
বেইলি রোড
এটা হচ্ছে রাতের খাবারের আয়েজন। তার আগে যদি বই মেলায় (জেবতিক আরিফের প্রস্তাব) একসাথে হবার কোন পরিকল্পনা থাকে (যে ক’জনই সম্ভব), আমাকে জানালে সেখানেও উপস্থিত থাকবো।
আপনারা যারা আসবেন. দয়া করে এই পোষ্টে জানালে আনন্দিত হবো। আমি সেভাবে সেই রেষ্টরেন্টে জানিয়ে রাখবো।
মন্তব্য
আমার এক বন্ধুর আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে।। তাকে বলবো।। আর নিজের কথা জানি না।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নিজের কথা জানেন না কেন? বন্ধুকে বলবেন।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আড়াল আমার খুব প্রিয়...
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
বিকালে বই মেলায় আসেন তিরুদা। পরে নাহয় চায়না যাওয়া যাবে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি নিজেই তো সেকথা বললাম। কখন কোথায় জানিয়ে দিলে অবশ্যই আসব।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
লিটলম্যাগ কর্ণার। শুদ্ধস্বরের সাদা ব্যানার থাকবে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চাইনিজ না হয়ে কোনো বাংলা রেস্তোরাঁ ভেনু হলে বেশি ভালো হতো না কি?
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
হয়তো হতো। কিন্তু আমি নিজে অনেকদিন দেশের বাইরে। তাই ভাল করে জানিও না, কোথায় কি আছে।
আপাতত: এটাই(চৈনিক) থাক। নাহলে ভুল বোঝাবুঝির কারণে একেকজন একেক দিকে যাবে।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমার বন্ধু ব্যাটা রাজী। সে আসবে বলছে।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
If I were at Bangladesh I would have loved to join..
You are one of them with whom I really do want to meet but alas I'm thousands miles away from home...
R koto din Bangalesdi chinese khai na:-(
- সবই ঠিকাছে তীরুদা।
রিনিকে নাহয় চাইনিজ আমি নিজহস্তে রন্ধন করেই খাওয়ালাম,
কিন্তু মৃন্ময় বাবু সব রেখে খালি আড়াল-কে এতো পছন্দ করেন কেনো?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঐযে, সযতনে বেখেয়াল! আমি আর কি কমু?
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
kemne?@gudhli....
দাওয়াত মিস করতেছি। কিন্তু ধুসর ডুয়াল খেলতেছে কেনো?
ঐযে, সযতনে বেখেয়াল! আমি আর কি কমু? একইতো কাহিনী!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরন্দাজ, মিস করতেছি । জার্মানিতে এরকম এক্টা করা যায় । সুমন, বলাই, হিমুরে ম্যানেজ করতে পারলে হয়তো হবে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব, তীরন্দাজ, রেজোয়ান ভাই,গোধুলি,লুৎফুল আরেফিন কার কবে সময় হবে জেনে একটা মাস্টার প্ল্যান বানানো যায়। সম্ভাব্য সময় মার্চ।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমি তো অনেকবারই কইছি! আপনাগো খবর থাকে না।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এই দফা মিস করছি। আশা করছি জার্মানির মাটিতেও শিগগীরই এই গোছের কিছু আয়োজন করা যাবে। ঢাকার আড্ডারুদের জন্য শুভকামনা রইলো।
হাঁটুপানির জলদস্যু
মিউনিখে আড্ডায় সবসময় রাজী। আমি তো অনেকবারই কইছি! আপনাগো খবর থাকে না।
ধন্যবাদ!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আনন্দে কাটুক আপনার সময়। তবে মলম পার্টি থেকে সাবধান।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আনন্দে কাটুক দিনগুলো।
কি মাঝি? ডরাইলা?
আসবো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
তীরু'দা,
খুব ভালো লাগছে এই আয়োজনের কথা শুনে । আমার ইচ্ছে ছিলো দেশে গেলে এরকম একটা কিছুর । যাহোক আপনিই উদ্যোগ নিলেন(বড় ভাই বলে কথা)
আমি সিলেটে থাকবো । তবু সপরিবারে এসে হাজিরা দেয়ার ভরসা রাখি । কিন্তু দিন কি ৬ তারিখ এ ফিক্সড?
আপনার এবং অন্য কারো তেমন সমস্যা না হলে এটাকে কি ৫ তারিখ করা যায়? ৬ তারিখে আমার ইন্ডিয়া যাওয়া কনফার্ম করা ।
একটু দেখবেন? আরো কিছু আলাপ ছিলো,মেসেজ দিচ্ছি । সবার জন্য শুভ কামনা
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একজন,দু'জনের সমস্যা ছিল, তাই ৬ তারিখ করা হলো। এখন কি ভাবে পাল্টাই হাসান মোরশেদ? অন্যদিকে আপনাকেও পাবার ইচ্ছে। সেজন্যেই প্রথম মেইলে সুবিধা অসুবিধা জেনে দিনটি ঠিক করলাম।
পাল্টালে তো সমস্যা হয়। হয়তো কেউ ৬ তারিখে এসে না পেয়ে হতাশ হবেন। আপনি ভারতের ফ্লাইট একদিন পরে করলে খুশী হতাম।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
৬ তারিখ এমনিতেই বুধবার । প্রচন্ড ট্রাফিকময় শহরে এটা একটা কষ্ট বটে । যাক , আমার সমস্যা নেই ।
হাসান মোরশেদ কবে ঢাকায় আসবেন এবং থাকবেন সেটা জেনে ফেললে উনার সুবিধামতো সময়ে আরেকটি আড্ডার ব্যবস্থা করা যায় । আশা করি তীরন্দাজ সেখানে একটু কষ্ট করে উপস্থিত হতে পারবেন ।
উফ্ !!! এগুলার জ্বালায়তো বিদেশে থাকা দায় হৈলো।
পেটে তোদের পিলে হবে, কুরো-কুষ্টি মুখে ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এরপর লম্বা সময় আর ব্লগে আসা হচ্ছেনা। ঢাকায় পৌছে মোবাইল পাবার পর এখানে নম্বরটি দিয়ে দেব। কোন ইমেইল এখানকার সচলায়তনে ব্যক্তিগত নোটিশে পাঠাতে পারেন।
আরিফ জেবতিক, আমি অবশ্যই থাকবো।
ধন্যবাদ সবাইকে!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বইমেলায় আছি
চাইনিজে নাই
বইমেলায় অনেক জায়গা থেকে অনেকেই আসে
তাদেরকে ছেড়ে চাইনিজ নৈবচ
চলে আসেন
২ থেকে ২৯ ফেব্রুয়ারি যে কোনো বিকেলে অথবা সন্ধ্যায়
আমারে একটু টোকা দিয়েন ৬ তারিখের আগে...
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
নতুন মন্তব্য করুন