এখনো হাঁটুজলে ভেজে পা!
এখনো নিবিড় নরোম স্পর্শ খোঁজো
অন্ধকারের অতল গভীরে!
সিন্ধুঘোটক, কামুক শরীর আর বিষন্ন বাজারে!
জ্যামিতিক রাজার কাব্যরথে গা এলিয়ে
এখনো চাতকচোখে চেয়ে দেখ
কাঁচুলীশুভ্র ফেনিল রোদ!
অহর্নিশি ফেরাফেরি মহেন্দ্র সময়?
অবোধ বালিকা তুমি,
কী এক মোহনা ছেড়ে থেমে আছ ঘাটে!
আকাশে মুখ করে অনন্ত নীচে,
বৃষ্টিজলের অমোঘ অন্বেষণে
দিবাসময়-অহোরাত্রিপারাবার!
মন্তব্য
এইটা অমানবিক রকমের অসাধারন হইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমানবিক! আমিও অমানবিক রকমের খুশী হইলাম আপনার অমানবিক সুন্দর মন্তব্যে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অবোধ বালিকা তুমি,
কী এক মোহনা ছেড়ে থেমে আছ ঘাটে!
স্মৃতির ঝড় আর বৃষ্টির গন্ধ আসে নাকি, নাকে?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
অসাধারণ গুরু!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এ বালিকার ইশারা বড়ো মারাত্মক। বারবার গলাজলে নামিয়ে নেয়।
এর মন পেতে চাতক হতে হয়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
একেবারে ঠিক ধরেছেন মুজিব মেহদী। তবে আপনি যে ঠিক ধরবেন, এটাই স্বাভাবিক!
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
................................................
এখনো চাতক / চোখে চেয়ে দেখ
কাঁচুলীশুভ্র ফেনিল / রোদ!
অহর্নিশি ফেরা / ফেরি মহেন্দ্র সময়?
-দারুণ!
কিন্তু "বাজারে" শব্দটা কেমন যেন খট করে আমার কানে লাগলো!
-জুলিয়ান সিদ্দিকী
আমারও কানে লেগেছিল। সেখানেই তো সমস্যা!
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা,
অসাধারন এই কবিতাটা আমার ফাঁটা বাঁশীয় গলায় আবৃত্তি করার অনুমতি চাইছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক অনেক ধন্যবাদ!
আপনি যখন খুশী, যেখানে আর যেভাবে খুশী, আবৃত্তি করতে পারেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বাক্যহারা...
ভাল থাকবেন নুশেরা। কামনা করি, আপনাদের ঘুরে বেড়ানো, দেশ দেখা যেন আরো আরো সুন্দর হয়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তুমুল ভালো হইছে, তীরুদা। ইদানিং সাংঘাতিক সব তীর ছুড়তাছেন! দারুণ!
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
একটা প্রশ্ন, তীরু'দাঃ
রাজা জ্যামিতিক কেনো?
এই রাজা খুব জ্যামিতিক হিসেব নিকেশ করে কোষাগার পূর্ণ করেন। অনুভুতি ও ভাবের তার রাজ্যে হিসেব নিকেশেরই দাস। সবকিছুই ঘটে বাজারী হিসেবে। এই বাজারী হিসেবের দুনিয়ায় বালিকা বাহ্যত সুখী হলেও ভেতরের অন্তর্জ্বালায় অনুভুতিকে স্থবির করে রেখেছে।
- আরে ভাই, বয়েস আর অভিজ্ঞতা তো কম হইল না! ছ্যাকের ঝুলি মাঝে মাঝে খুলে ফেলি আরকি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আপনার কবিতা তো আগে পড়িনাই !!!
অসাধারণ!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
জ্যামিতিক রাজার কাব্যরথে গা এলিয়ে
এখনো চাতকচোখে চেয়ে দেখ
কবিরাই পারে বুঝি এইভাবে চিন্তা করতে !!
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নতুন মন্তব্য করুন