অন্ধকারের কবিয়াল

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শুক্র, ০৬/০৬/২০০৮ - ৫:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিয়াল উত্তরে যান, দক্ষিনে যান,
জমিন জুড়ে ভাঙ্গন আর গান।
কবিয়াল পূবেতে যান, পশ্চিমে যান,
মেঘ সীমানায় বাঁশী বাজান।

হাজার দুয়ার পাড়ী!
শকুন পালে পুব জমিনে, পশ্চিমে যার বাড়ী।
নদী নারী জল!
সেই নারীকেই ঠুকরে খেলো, জাত শকুনের দল!

কবিয়াল সদরে যান, অন্দরে যান,
শিকড় ছেড়া বন্দরে যান,
কবিয়াল রোদ্দুরে যান, ছায়াতে যান,
বুকের ভেতর ক্ষিপ্ত উজান।

প্রতিরোধের দিন!
বাঘের ঘরে শেয়াল তুই, থাকবি কতদিন?
উতাল নয়টি মাস!
বানের জোয়ার ভাসিয়ে নিল, শকুনদেরই লাশ।

কবিয়াল বাগানে যান, শহরে যান,
শাপলা ফুলে অঙ্গন সাজান,
কবিয়াল নদীতে যান, মিছিলে যান,
বুকের ভেতর ক্ষিপ্ত উজান।

আকাশ টলোমল!
দেশের শাসক রক্তপায়ী, শোসক যাতাকল।
রাজনীতিতে ঘুন, সেই ঘুনেতে তরতাজা আজ
ড্রাকুলা শকুন।

কবিয়াল মরনে যান, শহরে যান,
হতাশ মেঘে হৃদয় ভেজান,
কবিয়াল পেছনে যান, শশ্বানে যান,
অন্ধকারেও স্বপন সাজান।
কবিয়াল ডানদিকে যান, বামেও যান,
আজো খোঁজেন বৈশাখী গান।


মন্তব্য

সুমন সুপান্থ এর ছবি

হাজার দুয়ার পাড়ী!
শকুন পালে পুব জমিনে, পশ্চিমে যার বাড়ী।
নদী নারী জল!
সেই নারীকেই ঠুকরে খেলো, সেই শকুনের দল!

ভালো কবিতা তীরন্দাজ । কিন্তু এক লাইনে দু'বার একই শব্দ ( সেই ) ব্যবহার কেমন যেনো ঠেকলো ।
অভারঅল, ব্রিলিয়ান্ট সব কথামালা । ভালো থাকুন । লিখুন ভালো ভালো সব ।

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

তীরন্দাজ এর ছবি

কবি নই, মাঝে মাঝে কবিতা লেখায় প্রয়াসী হই মাত্র। আপনার আপত্তির সাথে একমত হয়ে একটু পাল্টে দিলাম। ধন্যবাদ!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন সুপান্থ এর ছবি

কবিরা এমন পারেন । পারেন ই । অই যে সেই র জায়গায় জাত করে দেয়া । মাভৈ:

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

তীরন্দাজ এর ছবি

আপনি আমাকে জাতে তুলে দিলেন! খুশী হলাম খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কনফুসিয়াস এর ছবি

ভাল লাগলো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফকির ইলিয়াস এর ছবি

নমস্য কবির মন সাগরের
ঢেউ গোনতে পারে। জয়তু তীরন্দাজ ।

তীরন্দাজ এর ছবি

জয়তু ফকির ইলিয়াস! ধন্যবাদ!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

দুর্দান্দ গুরু!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ পুতুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হাসান মোরশেদ এর ছবি

শত ফুল ফুটুক ।
তীরু'দা কিছুই বাকী রাখবেন না?
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তীরন্দাজ এর ছবি

এক সপ্তাহ পর দুই সপ্তাহের জন্যে বাইরে যাচ্ছি। তখন কিছুটা থামবো বলে ভাবছি।

হয়তোবা...। আসলে যা মনে হয়, তাই লিখি..। অনেক ধন্যবাদ হাসান...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

কবিয়াল পূবেতে যান, পশ্চিমে যান,
মেঘ সীমানায় বাঁশী বাজান।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আকতার আহমেদ এর ছবি

দুর্দান্ত তীরুদা !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খুব ভালো লাগলো তীরুদা।

অছ্যুৎ বলাই এর ছবি

কবিয়ালের এত স্বাধীনতা কি আছে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

অফটপিকঃ
ব্যক্তিগত মেসেজটা চেক করার অনুরোধ করছি ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

স্যালুট কবিবর।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃদুল আহমেদ এর ছবি

দারুণ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

পরিবর্তনশীল এর ছবি

ভাল্লাগছে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

পড়তে শুরু করেই দেখলাম ভীষণ তেজি সুর হয়ে গেলো... সাথে দ্রিম দ্রিম ঢাকের বাড়ি... জোরগলায় আওয়াজ উঁচু হচ্ছে আরো... কী অসম্ভব শক্তি ধারণ করে এরকম লেখা

পেছনের মানুষটার প্রতি শ্রদ্ধা জানাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ঝরাপাতা এর ছবি

এতো সুন্দর কথামালা শুধু কি কবিতা সুর দিলে গানও হয়ে যাবে নিমিষে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ ঝরাপাতা। অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।