ফতোয়া দিও না

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১৪/০৭/২০০৮ - ৬:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফতোয়া দিও না,
বরং তোমার
প্রেয়সীর শরীর বিক্রী করে দাও
কোন ফতোয়ার দোকানে।
কথাটি আমার নয়, কথাটি
ভিন গ্রামের পোড় খাওয়া এক বালিকার।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতা এমনিতেই কম বুঝি। তাই সচলে প্রকাশিত কবিতা তেমন পড়া হয়ে উঠে না খুব একটা। কী মনে করে, আপনার কবিতাটি ক্লিক করেছি। তবে ভালোই হয়েছে ক্লিক করে। বেশ ভালো লাগলো কবিতাটা।

অছ্যুৎ বলাই এর ছবি

বালিকাকে কি দোররা মারার ফতোয়া দেয়া হয়েছিলো? লাকি গার্ল। জানে বেঁচে গেছে! যদি পাথর ছুঁড়তো!!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

আইসা পড়েন শুত্রবারে সুমনের সাথে! তখন বলবো, কি হয়েছিল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

তীরুদা, আমি আপাতত চোখে অন্ধকার দেখতেছি। আক্ষরিক অর্থেও, ভাবার্থেও। দেখি, টেরাই দিবো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জিফরান খালেদ এর ছবি

বেশ!

শেখ জলিল এর ছবি

ফতোয়া দিও না,
বরং তোমার
প্রেয়সীর শরীর বিক্রী করে দাও
কোন ফতোয়ার দোকানে।
ফতোয়াবাজদের বিরুদ্ধে মোক্ষম জবাব ।
কিছু কিছু শব্দের গতি বুলেটের চেয়েও তীব্র-একেবারে সবকিছু ভেদ করে যায়...এ কবিতার শব্দগুলো তেমন মনে হলো। ধন্যবাদ তীরন্দাজ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি দেখেছি যারা ফতোয়া দেওয়ার আসরে উপস্থিত থাকে বিচারকের আসনে, তাদের অতীত ইতিহাস খুবই নোংরা আর অন্ধকারাচ্ছন্ন। প্রত্যেকেই কোনো না কোনো ভাবে যৌন অপরাধে অপরাধী। কিন্তু বিচারে কখনো আসামী হয়নি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

কাঠমোল্লাদের আসরে ফতোয়া ছাড়া আর কি হবে!
মাঝে মাঝে মনে হয় মাহলীলেনের ভাষায় "হাত মাইরা হালাগ দাড়িত মাল মুইচ্ছা দেই"।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

সুন্দর ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।