সময়ের কথাকলি

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বিষ্যুদ, ২৪/০৭/২০০৮ - ৬:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ সরাইখানা থেকে সামান্য দূরেই
কথকথার বাঁধনমুক্ত শরীর,
একটু পরেই আরাধ্য সময়ের সন্ধান।
তাতে কি?
লাল নীল মায়াগুলো জড়িয়েই থাকুক
প্রেয়সীর সুঠাম শরীরে।

কোথায় সমুদ্র সুর, আর কোথায় বা প্রেম ?
আর অহরহ বিজলী শরীর শীতকার ?
মহালয়ার বুক থেকে নি:শ্চিহ্ন একটি একটি তারা ,
আর একাকী বালিকার দৃষ্টিস্ফটিক জল!

কাগজ আর কালি তো নির্বিষ বিবমিষা মন!
আর সময়ের আড়াল থেকে খুড়ে নেয়া
এক একটি নিদারুন স্মৃতিলভ্য দিন!


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

বাহ!

jharapata এর ছবি

অসাধারণ!


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।