হ্যাকার চোরের সমাচার

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১০/০৯/২০০৮ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকাল, বিকাল এদিক সেদিক ঘোরাঘুরি,
মাঝে মাঝে জোরাজুরি,
সুযোগ পেলে, আড়াল পেলেই
চুরি করি...।
একটু পরই আরেক চোরকে
কাছে পেলেই
যমের মতো চেপে ধরি..।

"ঐ ব্যাটা, তুই চুরি করিস!
হ্যাকার সেজে ডাটা খুজিস!
এদিক সেদিক খ্যাপ মারিস!
পোলাপানদের হীরো সাজিস!"

সকাল, বিকাল এদিক সেদিক ঘোরাঘুরি,
নিজের ভোগে যতোই বেশী চুরি করি,
ততোই বেশী, আরেক চোরকে
অষ্টেপৃষ্ঠে চেপে ধরি!


মন্তব্য

আবু রেজা এর ছবি

দারুণ তো!!!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

কীর্তিনাশা এর ছবি

আরে তীরন্দাজ ভাই! অনেক দিন পরে। সব ভালো তো?

আপনার পদ্য চমৎকার হইছে। চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

ভালো আছি ভাই...! তবে সময়ের অভাবটি টের পাই খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রাফি এর ছবি

দেঁতো হাসি

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অছ্যুৎ বলাই এর ছবি

চুরির নিয়মই এই। যতক্ষণ ধরা না পড়বে, ততোক্ষণ সাধু।
কবিতায় পাঁচ, তবে নিজে চুরি করি বলে অন্যের চুরির সমালোচনা করা যাবে না - বক্তব্য এমন হলে দ্বিমত আছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

থাকুক না দ্বিমত! তাতে কি?

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

অনেকদিন পর তীরন্দাজ ভাইয়ের লেখা পড়লাম। ধন্যবাদ নতুন পদ্যের জন্য।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ জলিল ভাই...। আমার বেশী বেশীই লিখতে ইচ্ছে করে.., সময় পাই না।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তানবীরা এর ছবি

হুমম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তীরুদা অনেকদিন পর...
এতোদিন কোথায় ছিলেন....হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

ব্যাস্ততা ছিল খুব..., লেখাও আসে নি তেমন একটা...আবার চেষ্টা করছি... কিছুটা হলেও ফিরতে...! অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পরিবর্তনশীল এর ছবি

আছেন কেমন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

ভালো আছি...তবে সময়ের তাড়নায় ক্লিষ্ট!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ফারুক ওয়াসিফ এর ছবি

তীরন্দাজের তুণের তীর যেন আবার না ফুরায়।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

তীরন্দাজ এর ছবি

ফুরোবো না কখনোই একেবারে....! মাঝে মাঝে ঘাটতি পড়তে পরে ভাই...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

তীরুদা অনেকদিন বাদে! আপনার লেখা লক্ষ্যভেদ করেছে বরাবরের মতই হাসি
ভালই আছেন তাহলে?
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তীরন্দাজ এর ছবি

ভালো আছি...। আপনি ভালো তো? অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

তীরন্দাজ ভাই, খবর কী? তীরটা কোনদিকে মারলেন বুঝলাম না হা হা ....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।